লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাম লেখাতে চাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট করতে একদিকে যেমন লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে গ্রাহককে, তেমনই কম সময়ে এত অ্যাকাউন্ট করাতে নাজেহাল হতে হচ্ছে ব্যাঙ্ক কর্মীদেরও। সে কথা ভেবেই এখন থেকে ব্যাঙ্ক খোলা রাখা হবে বিকেল পাঁচটে পর্যন্ত।
এদিন পানাগড় শিল্পতালুকে একটি শিল্প কারখানার শিলান্যাস অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী। ব্য়াঙ্ক খোলার বিষয়টি ঘোষণার পাশাপাশি এখান থেকে বেশ কয়েকটি জরুরি ঘোষণাও করেন তিনি। দুটি নতুন নীতি ঘোষণা করেন তিনি রাজ্যে শিল্পের অনুকুল পরিবেশ সৃষ্টির জন্য। ১) এথানল প্রোডাকশন প্রমোশন পলিসি ২) ডেটা সেন্টার পলিসি।
advertisement
মুখ্যমন্ত্রী আরও বলেন, "দেশের মধ্যে আইটি সেক্টরের গন্তব্য এখন বাংলা।
ডেটা সেন্টার গুলোর জন্য রাজ্য সরকার সব ধরনের সাহায্য করবে। ২০ হাজার কোটি টাকা বিনিয়োগে চার হাজার কর্মসংস্থান হবে।" মমতা স্পষ্টই বুঝিয়ে দেন তাঁর পাখির চোখ শিল্প। তিনি জোর দেন দেউচা পাচামি প্রকল্পে। বলেন, "আমার পরের ডেস্টিনেশন দেউচা-পাঁচামি। আর দুতিন মাসের মধ্যে আশাকরি শুরু হয়ে যাবে প্রথম পর্যায়ের। প্রথম পর্যায়ের কাজের জন্য প্রয়োজনীয় জমি রাজ্য সরকারের নিজের রয়েছে।দ্বিতীয় পর্যায়ের কাজের জন্য চাকরি দেবো, ঘর দেবো, স্কুল করে দেবো, সব করে দেবো।"
এছা়ড়া মুখ্যমন্ত্রীর পরিকল্পনা কাজী নজরুল ইসলাম বিমানবন্দরকে আগামি দুবছরে আন্তর্জাতিক বিমান বন্দর হিসাবে তৈরি করা। তিনি হিসেব দিয়ে জানান রাজ্যে তিরিশটা হেলিপ্যাড ইতিমধ্যেই হয়ে গেছে।
প্রসঙ্গত এদিন অল ইন্ডিয়া ব্যাঙ্কিং অফিসার্স কনফেডারেশনের তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে, এখন থেকে ব্যাঙ্কগুলি গ্রাহকের জন্য খোলা থাকবে বিকেল ৪টে পর্যন্ত।