TRENDING:

দুর্নীতিরোধ থেকে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, তৃণমূলেই ভরসা রাজ্যবাসীর, সমীক্ষায় প্রকাশ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মূল্যবৃদ্ধি থেকে দুর্নীতি, বিভিন্ন ইস্যুর মোকাবিলায় এখনও তৃণমূলেই ভরসা এ রাজ্যের বেশিরভাগ ভোটারের। ফার্স্টপোস্ট-নিউজ18 বাংলার জাতীয় সমীক্ষায় তেমনই ইঙ্গিত।
advertisement

সামনেই লোকসভা ভোট ৷ কী হবে পশ্চিমবঙ্গে ? মমতা বন্দ্যোপাধ্যায়ের পাখির চোখ  ৪২/৪২ ৷ বিজেপির লক্ষ্য, অন্তত ২৩টি আসন। এবারের ভোটে বেশ কিছু ইস্যু ফ্যাক্টর হয়ে উঠতে পারে। সে সব নিয়ে ভোটাররা কী ভাবছেন ? কাদের উপর তাঁদের ভরসা ? ফার্স্টপোস্ট-নিউজ18 বাংলার জাতীয় সমীক্ষায় মিলেছে তারই ইঙ্গিত।

যেমন, মূল্যবৃদ্ধি রুখতে বিজেপিতে ভরসা রাজ্যের ২৩ শতাংশ মানুষের

advertisement

সেখানে, তৃণমূলে ভরসা ৪২ শতাংশের।

কড়া হাতে আইনশৃঙ্খলা সামলাতে বিজেপিতে ভরসা মাত্র ২৫ শতাংশের। এই ইস্যুতে তৃণমূলে ভরসা ৪৬ শতাংশের ৷

সরকারি চাকরি দেওয়ার ক্ষেত্রে বিজেপিতে ভরসা ২৪ শতাংশের ৷ তৃণমূলে ৪৫ শতাংশের ৷

‘না খাউঙ্গা না খানে দুঙ্গা’-র প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদি। ফার্স্টপোস্ট-নিউজ18বাংলার জাতীয় সমীক্ষা অনুযায়ী, পাঁচ বছর পর মোদির সেই স্লোগানে বঙ্গবাসীর খুব একটা ভরসা নেই। সমীক্ষা অনুযায়ী, বাংলায় দুর্নীতি রোধে বিজেপিতে ভরসা ২৪ শতাংশের ৷ তৃণমূলে ৪৪ শতাংশের ৷

advertisement

পরিকাঠামো উন্নয়নে বিজেপিতে ভরসা ২৩ শতাংশের ৷ তৃণমূলে ভরসা ৫২ শতাংশের ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বিজেপির বিরুদ্ধে বার বার ধর্মীয় মেরুকরণের রাজনীতির অভিযোগ তোলে বিরোধীরা। বঙ্গ বিজেপি আবার তৃণমূলের বিরুদ্ধে সংখ্যালঘুদের তোষামোদের রাজনীতির অভিযোগে সরব। এই প্রেক্ষাপটে, ফার্স্টপোস্ট-নিউজ18বাংলার জাতীয় সমীক্ষা অনুযায়ী, বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিজেপিতে ভরসা ২৪ শতাংশের ৷ তৃণমূলে ভরসা ৫২ শতাংশের ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
দুর্নীতিরোধ থেকে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, তৃণমূলেই ভরসা রাজ্যবাসীর, সমীক্ষায় প্রকাশ