গরিবকে দেখুন, কষ্ট কমানোর ব্যবস্থা করুন, পরামর্শ প্রণবের
নোট বাতিলের ফলে কালো টাকা নিয়ন্ত্রণ করা গেলেও দেশের আর্থিক বৃদ্ধির হার সাময়িক ভাবে কমতে পারে বলে আশঙ্কা রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। প্রাক্তন অর্থমন্ত্রী প্রণববাবুর মতে, গরিবের কষ্ট কমাতে বাড়তি সতর্ক হতে হবে সরকারকেই।
advertisement
আয়কর রায় নিয়ে প্রশ্ন, সহারা ডায়েরি নিয়ে সুর চড়াচ্ছেন রাহুল
সহারা ডায়েরির যে পাতায় ‘টাকা প্রাপক’ হিসেবে নরেন্দ্র মোদীর নাম ছিল, তার কোনও মূল্য নেই বলে জানিয়ে দিল আয়কর মীমাংসা কমিশন (আইটিএসসি)। আর তার পরেই সুর আরও চড়িয়ে রাহুল গাঁধীর তোপ, ‘‘বিবেক সাফ থাকলে তদন্তে ভয় পাচ্ছেন কেন মোদীজি?’’
রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর রাজধর্মের বার্তায় তীব্র হলো বিবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্মুখ সমরের মাঝেই রাজ্যপালের সঙ্গে সংঘাত তুঙ্গে উঠছে শাসক শিবিরের! শাসক দল তথা সরকার পক্ষের লাগাতার কটাক্ষেও বিচলিত না হয়ে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী রাজ্য প্রশাসনকে ‘রাজধর্ম’ পালনের পরামর্শ দিচ্ছেন। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরে কলকাতায় রাজ্য বিজেপি-র দফতরে তৃণমূলের অবরোধের জেরে যে তুলকালাম কাণ্ড ঘটেছিল এবং সেখানে পুলিশের ভূমিকা কী ছিল, তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে কড়া রিপোর্ট পাঠানোর তোড়জোড় চলছে রাজভবনে। পক্ষান্তরে, তৃণমূলের তরফে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, সাংবিধানিক পদে বসেও রাজ্যপালের গলায় এ ভাবে রাজনীতির সুর শোনা গেলে তা বরদাস্ত করা হবে না!
সিবিআই নোটিস পাঠালে জবাবের প্রয়োজন নেই, নেত্রীর নির্দেশ
সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সিবিআই নোটিস পাঠিয়েছে খবর পেয়েই দলের এই প্রবীণ সাংসদকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ওঁদের দফতরে যাওয়া তো দূর, নোটিসের জবাবও দিতে হবে না! নেত্রীর পরামর্শে সুদীপ সে দিন তাই করেছিলেন। কিন্তু চব্বিশ ঘণ্টার মধ্যে সিবিআই ফের তাঁকে নোটিস পাঠালে আর স্নায়ুর চাপ রাখতে পারেননি লোকসভায় তৃণমূল দলনেতা। তিনি সিবিআই দফতরে যান, এবং প্রথম দিনেই তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় এই তদন্ত সংস্থা।
নাম জড়াতেই দেশ ছাড়ার ছক নায়িকার
রোজভ্যালিকাণ্ডের তদন্তে টলিউডের প্রথম সারির এক নায়িকার সক্রিয় ভূমিকার কথা ইতিমধ্যেই উঠে এসেছে। শীঘ্রই সিবিআই তাঁর দরজায় কড়া নাড়তে পারে, এই আশঙ্কা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আমেরিকা পালানোর ছক কষেছেন ওই অভিনেত্রী। ইতিমধ্যেই তিনি মার্কিন ভিসার জন্য আবেদন করেছেন বলে তদন্তকারী অফিসারদের কাছে খবর আছে। একইসঙ্গে রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর স্ত্রীও নাকি বিদেশে যাওয়ার তোড়জোড় শুরু করেছেন বলে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার কর্তারা জানতে পেরেছেন। এই খবর পেয়ে সিবিআইও পালটা কৌশল ঠিক করে তা কার্যত বানচাল করে দিয়েছে। কাগজপত্র জোগাড়ের পাশাপাশি তাঁদের যাতে ভিসার অনুমতি না দেওয়া হয়, সেজন্য বিদেশ মন্ত্রককে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ওই অভিনেত্রী ও চিটফান্ড কর্তার স্ত্রীর উপর কড়া নজরদারি শুরু করেছেন সিবিআইয়ের অফিসাররা। অন্যদিকে, সিবিআই জানতে পেরেছে, ২০০৯ ও ২০১৪ সালে তৃণমূলের এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের লোকসভার নির্বাচনী প্রচারে মোটা অঙ্কের টাকা ঢেলেছিল রোজভ্যালি। টাকার অঙ্কে তা কোটির কাছাকাছি। রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডু এবং সংস্থার কয়েকজন কর্মী তদন্তকারী আধিকারিকদের কাছে এই তথ্যের সপক্ষে নথিও দিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়েই ‘মোদি হটাও’ স্লোগান তৃণমূল এমপি’দের, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক করে নিয়ে যাওয়া হল থানায়
সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার ইস্যুতে তৃণমূলের বিক্ষোভ অব্যাহত। গতকাল প্রধানমন্ত্রীর বাসভবনের পর আজ তাদের টার্গেট ছিল প্রধানমন্ত্রীর অফিস। যে এলাকাটি নিশ্ছিদ্র নিরাপত্তায় বেষ্টিত। গতকালের মতো এদিনও বিনা নোটিসে টিএমসি এমপি’রা বিশেষ বেষ্টনী টপকে প্রায় ভিতরে ঢুকে পড়েন। সঙ্গে স্লোগান ‘মোদি হটাও দেশ বাঁচাও’। হঠাৎ এই অপ্রত্যাশিত আচরণে হকচকিয়ে যায় পুলিশ এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বের থাকা এসপিজি। গতকাল মোদির বাড়ি ঘেরাও অভিযানের পর আজ কী করা হবে, তা নিয়ে আলোচনা করতে তৃণমূলের এমপিরা সংসদে দলের অফিসঘরে মিলিত হন। পরে খবর রটে যায়, লোধি রোডে সিজিও কমপ্লেকসে সিবিআই অফিসের সামনে বিক্ষোভ দেখানো হবে। সংসদ ভবন থেকে বেরিয়ে তৃণমূল এমপিরা লোধি রোডের দিকেও এগিয়ে যান। ধাওয়া করে মিডিয়া।
জেভিয়ার্সের কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের
ছেলেকে স্কুলে ভরতি করানোর জন্য রোজভ্যালি কর্তা প্রায় ৭৫ লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন দক্ষিণ কলকাতার এক নামজাদা স্কুলকে। বৃহস্পতিবার সেবিষয়েই সেন্ট জেভিয়ার্স স্কুল কর্তৃপক্ষকে ডেকে একপ্রস্থ জিজ্ঞাসাবাদ করলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। এদিন স্কুলের ম্যানেজমেন্ট কমিটির তিন সদস্য এবং একজন শিক্ষককে ডেকে প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। যদিও এই জিজ্ঞাসাবাদ পর্ব নিয়ে কেউই সংবাদমাধ্যমের সামনে কিছু বলতে চাননি। এবিষয়ে জানার জন্য কলেজের প্রিন্সিপাল ফেলিক্স রাজকে বারবার ফোনে ধরার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। এমনকী এসএমএস পাঠিয়ে তাঁর বক্তব্য জানতে চাওয়া হলেও, তিনি কোনও উত্তর দেননি। উল্লেখ্য, ওই স্কুলে গৌতম কুণ্ডুর ছেলেকে ভরতি করানোর জন্য তৃণমূল সংসদ সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায় সুপারিশ করেছিলেন বলে দাবি করেছে সিবিআই। যদিও এদিন সুদীপবাবুকে এবিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে, তিনি আগাগোড়াই সেই উত্তর এড়িয়ে যান।
রোজভ্যালি পার্ক তৈরিতে জমি জলের দরে দিয়েছিল সিপিএম
বারাসত শহরে বিনোদন পার্ক তৈরির জন্য রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে পুরসভার ১৪ বিঘা জমি ‘জলের দরে’ লিজ দিয়েছিল সিপিএম। এখানেই শেষ নয়, রোজভ্যালির সেই বিনোদন পার্কের উদ্বোধন করেছিলেন সিপিএমের তৎকালীন মন্ত্রী সুভাষ চক্রবর্তী। গৌতম কুণ্ডুর ‘জন্মস্থান’ বারাসতের এই পার্ক নিয়ে নতুন করে শোরগোল শুরু হয়েছে। চরম অস্বস্তিতে পড়েছে সিপিএম। বারাসত শহরেই গৌতম কুণ্ডুর বাড়ি। বারাসত পুরসভার বামুনমুড়া এলাকায় একেবারে টাকি রোডের ধারে পুরসভার জমি লিজে নিয়ে ‘রোজভ্যালি বিনোদন পার্ক’ তৈরি করেছিলেন তিনি। তবে তাঁকে পুরসভার জমি দেওয়ার পিছনে অনেক কাহিনি রয়েছে। প্রশাসন ও পুরসভা সূত্রে জানা গিয়েছে, বামুনমুড়ার ওই জমিতে সরকারি বাসস্ট্যান্ড হওয়ার কথা ছিল। সেই মতো ১৯৯১ সালে বারাসত পুরসভার তৎকালীন চেয়ারম্যান অশোক চক্রবর্তী বোর্ড মিটিং করে বিষয়টি পুর ও নগরোন্নয়ন দপ্তর এবং পরিবহণ দপ্তরকে জানিয়েছিলেন। কিন্তু, পরবর্তীকালে ২০০৫ সালে বারাসত পুরসভার সিপিএম চেয়ারম্যান প্রদীপ চক্রবর্তী ওই ১৪ বিঘা জমি গৌতম কুণ্ডুকে দেওয়ার ব্যাপারে অগ্রণী ভূমিকা নেন।
প্রয়াত অভিনেতা ওম পুরী
মারা গেলেন অভিনেতা ওম পুরি ৷ শুক্রবার সকালে অভিনেতা ওম হৃদরোগে আক্রান্ত হন তিনি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল৬৬ বছর ৷ তাঁর মৃত্যুর খবরে চলচ্ছিত্র জগতে নেমে আসে শোকের ছায়া ৷
আঁধারেই কি ডুবছে কন্যাডুবির কন্যারা
এই গাঁয়ের কন্যারা ভিন্নরাজ্যে ভিনঘরে ‘রাঁধেন-বাড়েন’ হয়তো, কিন্তু ‘খান’ বা ‘রাগ করে বাপের বাড়ি যান’ বলা যায় না ৷ সে সব ওদের কাছে বিলাসিতা ৷ সাম্প্রতিক ঘটনায় সেই কন্যাদের করণ ছবিটা সামনে এসেছে.... এক কন্যা লাশকাটা ঘরে ৷
কাউকে না পেয়ে নিজেরাই মারপিট করছে টিএমসিপি
ছাত্র রাজনীতিতে বিরোধীদের অস্তিত্বে দূরবিন দিয়েও খুঁজে পাওয়া যাবে না গোটা রাজ্যে ৷ অথচ ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে গোটা রাজ্য ৷ কলেজে মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের একাধিক কলেজে নিজেদের মধ্যে সংঘর্ষ জড়িয়ে পড়ে শাসকদলের ছাত্র সংগঠন ৷
PMO-তে ঢুকে ‘মোদী হঠাও২ অভিযান তৃণমূলের
লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির প্রতিবাদে বেনজির বিক্ষোভ তৃণমূলের ৷ নিরাপত্তাবেষ্টনী ভেঙে প্রধানমন্ত্রীর দফতরে ঢুকে পড়লেন তৃণমূল সাংসদরা ৷