TRENDING:

কী বলছে আজকের খবরের কাগজ ? দেখে নিন

Last Updated:

এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷ শুক্রবারের গুরুত্বপূর্ণ খবরগুলি হল-

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রতিদিনের ব্যস্ততায় খবর কাগজ খুঁটিয়ে পড়া সম্ভব হয় না ৷ অনেক সময় গুরুত্বপূর্ণ খবর চোখ এড়িয়ে যায় ৷ তাছাড়া একাধিক কাগজও পড়ার মতো সময় কারোর হাতেই নেই ৷ তাই আসুন এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷ শুক্রবারের  গুরুত্বপূর্ণ খবরগুলি হল-
advertisement

‘ওরা বাংলাকে নিশানা করলে, আমিও ইন্ডিয়া টার্গেট করব!’

সমঝোতার লেশমাত্র ইঙ্গিত নেই। বরং, তিনি সটান বলছেন, ‘‘ওরা যদি বাংলাকে নিশানা করে, আমিও ইন্ডিয়া টার্গেট করব!’’ নোটবন্দির পরেও উত্তরপ্রদেশ থেকে বিপুল সাফল্য ঝুলিতে ভরেছেন নরেন্দ্র মোদী। অন্য দিকে, সারদার পরে নারদ-কাণ্ডেও সিবিআই তদন্তের মুখে পড়েছে তৃণমূল। জল্পনা চলছিল, পরিস্থি্তির চাপে কি বিজেপি-র প্রতি সন্ধির বার্তা দিতে পারেন তৃণমূল নেত্রী? এবিপি আনন্দের স্টুডিওতে বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন, পাল্টা আক্রমণই তাঁর অস্ত্র। কয়েক জন মন্ত্রীর কাছে বুধবারই যার প্রাথমিক ইঙ্গিত দিয়েছিলেন, এ দিন সেটাই আরও স্পষ্ট করলেন মমতা। গোপন করলেন না জাতীয় রাজনীতিতে নির্ণায়ক শক্তি হওয়ার বাসনা। সরাসরিই তিনি এ বার বলে রাখলেন, ‘‘চাইলে আমিও নেতৃত্ব দিতে পারি বা অন্য কেউ।’’

advertisement

কেডি-কে তৃণমূলের সাংসদ করাই ভুল হয়েছিল: মমতা

প্রধানমন্ত্রিত্বের প্রস্তাবে সিপিএম ‘না’ বলার পরে জ্যোতি বসু বলেছিলেন, ‘হিস্টোরিক ব্লান্ডার’। এ বার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল ‘ব্লান্ডার’-এর কথা! স্মরণযোগ্য কালের মধ্যে তৃণমূল নেত্রীর এমন ভুল স্বীকার এই প্রথম। নারদ নিউজের ম্যাথু স্যামুয়েল দাবি করেছেন, স্টিং অপারেশন চালানোর জন্য টাকার জোগান দিয়েছিল তৃণমূলেরই রাজ্যসভার সাংসদ কেডি সিংহের সংস্থা। তার পর থেকেই দলের অন্দরে তোপের মুখে কেডি। এ বার মুখ খুলে স্বয়ং তৃণমূল নেত্রী জানিয়ে দিলেন, ঝাড়খণ্ড থেকে এনে কেডি-কে তৃণমূলের সাংসদ করাই ভুল হয়েছিল। মমতার কথায়, ‘‘ওটা আমার ভুল ছিল। বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে ছবি দেখেছিলাম, ওঁকে ভাল লোক বলেই জানতাম।’’ এই সূত্রেই সাসপেন্ডেড সাংসদ কুণাল ঘোষের প্রতি ইঙ্গিত করে মমতা বলেন, ‘‘আরও এক জন আছেন। রিপোর্টার। আপনারা জানেন। কী করব, ভুল হয়ে গিয়েছে।’’

advertisement

সুদীপ নিয়ে চিন্তা মমতার, নেই তাপসের নাম

সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পরে এক বারের জন্যও দলের কোনও নেতা তাঁর সঙ্গে দেখা করতে যাননি। তাঁর পাশে থাকার বার্তাও শোনা যায়নি দলীয় নেতৃত্বের মুখে। এবিপি আনন্দে বৃহস্পতিবার ‘মুখোমুখি মুখ্যমন্ত্রী’ অনুষ্ঠানেও মমতা বন্দ্যোপাধ্যায় রোজভ্যালি-কাণ্ডে গ্রেফতার হওয়া সুদীপ বন্দ্যোপাধ্যায় ‘নির্দোষ’ বলে বারবার বোঝানোর চেষ্টা করলেন। সারদা কাণ্ডে জামিনে মুক্ত মদন মিত্রর প্রসঙ্গও তোলেন। কিন্তু এক বারের জন্যও রোজভ্যালি-কাণ্ডে গ্রেফতার সাংসদ তাপস পালের নামোল্লেখ করলেন না!

advertisement

নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলকে জড়াতে মামলার ছক ফের

আগে বেশ কয়েক বারের চেষ্টা ব্যর্থ। তা সত্ত্বেও নতুন মামলায় নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলকে জড়াতে সক্রিয় হয়ে উঠেছে রাজ্যের পুলিশ। এবং সে ক্ষেত্রে তাদের হাতিয়ার বেআইনি অর্থলগ্নি সংস্থার মামলাই। পুলিশ সূত্রের খবর, বেআইনি অর্থলগ্নি সংস্থা ‘অ্যালকেমিস্ট’-এর টাকা দিয়ে নারদ নিউজের স্টিং অপারেশন চালানো হয়েছিল বলে ম্যাথু নিজেই দাবি করেছেন। পুলিশও প্রাথমিক তদন্তে সে কথা জেনেছে। সম্প্রতি বৌবাজার থানায় ওই অর্থলগ্নি সংস্থার মালিক কেডি সিংহের বিরুদ্ধে মামলা দায়ের করে কলকাতা পুলিশ। কেডি আবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ। পুলিশের একাংশ মনে করছে, ওই মামলা নিয়ে নাড়াচাড়া শুরু করলে তৃণমূল সাংসদের সঙ্গে টেনে আনা যাবে ম্যাথুকেও।

advertisement

আমাকে সরানোর চক্রান্ত করেছিল বিজেপি: মমতা

দলে তাঁর বিরুদ্ধেই অন্তর্ঘাতের চেষ্টা হয়েছিল। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের সময় হওয়া এই ষড়যন্ত্রের নেপথ্যে নাম না করে বিজেপি’র দিকেই আঙুল তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চক্রান্তের সঙ্গে নারদকাণ্ডকে এক বিন্দুতে মেলালেন তৃণমূল নেত্রী। এই প্রসঙ্গেই কে ডি সিংকে রাজ্যসভায় পাঠানো যে ভুল সিদ্ধান্ত ছিল, তাও মেনে নেন তিনি। বৃহস্পতিবার একটি বেসরকারি বৈদ্যুতিন সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দলে নিজের উত্তরসূরি তৈরি করা থেকে সর্বভারতীয় রাজনীতিকে নিশানা করে ২০১৯ সালে লোকসভা নির্বাচনে নামার প্রস্তুতির কথাও জানিয়ে দেন মমতা। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে বিজেপি’র বিপুল জয় সম্পর্কে সংশয় প্রকাশ, তোষণের রাজনীতিসহ সাম্প্রতিক নানা বিতর্কিত বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেন তিনি। ফরেনসিক পরীক্ষার পর নারদকাণ্ডের ভিডিও টেপের সত্যতা মেনে নিয়েছে আদালত। কিন্তু ওই ভিডিওকে বস্তুত ফের চ্যালেঞ্জ জানালেন মমতা। তাঁর দাবি, গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দু’বছর আগে তোলা ভিডিও প্রকাশ করা এবং দল ভাঙিয়ে তাঁকে সরিয়ে অন্য কাউকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসানোর ষড়যন্ত্র করা হয়েছিল। দলের কে বা কারা সেই ষড়যন্ত্রের অংশীদার ছিলেন, কিংবা কাকে কাকে এই কাজে টোপ দেওয়া হয়েছিল, তা খোলসা করেননি তৃণমূল নেত্রী।

অধিকৃত কাশ্মীর মুক্ত করবই: কেন্দ্রীয় মন্ত্রী

পাকিস্তান দিবসে এই প্রথম চীনের লাল ফৌজ ইসলামাবাদের রাস্তায় কুচকাওয়াজে অংশ নিয়ে বস্তুত ভারতকেই কড়া বার্তা দিয়েছে। এবং পালটা আজই ভারত পাকিস্তান আর চীন উভয়কেই হুঁশিয়ারি দিয়ে বলেছে পাক অধিকৃত কাশ্মীরকে ছেড়ে দিতে হবে। গিলগিট বালটিস্তান থেকে পাকিস্তান সরে যাক। কিন্তু আজ ইসলামাবাদে একা চীন নয়। তুরস্ক আর সৌদি আরবও পাকিস্তান দিবসে অংশ নিয়েছে। প্রশ্ন হল পাকিস্তানের অনেক পুরানো বন্ধু চীন, এর সঙ্গে যুক্ত হয়েছে রাশিয়া। এই প্রথম রাশিয়া পাকিস্তানে এসে যৌথ মহড়ায় অংশ নিয়েছে। একের পর এক আন্তর্জাতিক সম্মেলনে সম্প্রতি রাশিয়া চীনের সুরেই পাকিস্তানের পাশে থাকার বার্তা দিয়েছে। যে রাশিয়া ভারতের বরাবরের বন্ধু ছিল। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বিগত ৭০ বছরে রাশিয়া পাকিস্তানে যৌথ মহড়া করেনি। এই প্রথম করেছে। যা নিয়ে ভারত যথেষ্ট বিভ্রান্ত। কেন রাশিয়া ভারতের প্রতিপক্ষ শিবিরে চলে গেল তা নিয়ে ভারত সরকারের অন্দরেও উদ্বেগ তৈরি হয়েছে। গত বছরই নরেন্দ্র মোদি সৌদি আরবে গিয়ে একঝাঁক চুক্তি করেছেন। বিশেষ করে সন্ত্রাসবাদ নিয়ে সৌদি আরবের সঙ্গে সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়েছে। ভারতে অপরাধ সংঘটিত করে যদি কেউ সংযুক্ত আরব আমিরশাহির কোথাও চলে যায় তাহলে তাদের ভারতের হাতে তুলে দেওয়ারও চুক্তি হয়েছে।

লন্ডন হামলার দায় স্বীকার করল আইএস, রাতভর তল্লাশিতে ধৃত ৮

রাতভর ব্যাপক তল্লাশি অভিযানের পর ব্রিটিশ পার্লামেন্টে হামলায় যুক্ত সন্দেহে লন্ডন এবং বার্মিংহাম থেকে ৮ জনকে গ্রেপ্তার করল সন্ত্রাসদমন শাখা। স্কটল্যান্ড ইয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি কমিশনার মার্ক রাউলি বলেন, ‘তদন্ত এখনও যথেষ্ট কঠিন পর্যায়ে রয়েছে। তদন্তের স্বার্থে এখনও আততায়ীর নাম প্রকাশ করছি না। কারণ, এই হামলার উদ্দেশ্য এবং কীভাবে তার পরিকল্পনা করা হয়েছে, সেটা আগে আমাদের জানতে হবে। তবে এর পিছনে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে।’ আর বৃহস্পতিবার ভারতীয় সময় বিকালে সাংবাদিক বৈঠক করে ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরিজা মে ঘোষণা করে দেন, ‘আততায়ী ব্রিটেনেরই নাগরিক। ইসলামিক ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে এই কাজ করেছে সে। কয়েকবছর আগে তার বিরুদ্ধেই হিংসায় জড়িত থাকার জন্য তদন্ত হয়েছিল।’ ঠিক প্রায় একইসময়ে বিবৃতি দিয়ে এই হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট।

মির্জার দাবির সত্যতা যাচাই করছে সিবিআই

শাসকদল তৃণমূলের অভ্যন্তরে পুলিশ কর্তা এস এন এইচ মির্জার দাপটের রহস্য কী, তা এবার সিবিআই কর্তাদের নজরে। নারদ স্টিংয়ের যে ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে ওই পুলিশ কর্তা দলের সঙ্গে নিজের যোগের বিষয়টি বেআব্রু করে দিয়েছেন। সত্যিই কি দল তাঁকে টাকা তোলার দায়িত্ব দিয়েছিল, নাকি তৃণমূলের বড় নেতাদের নাম ভাঙিয়ে তিনি নিজেই টাকা তুলতেন—এই প্রশ্নের উত্তর খুঁজছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। এক্ষেত্রে ওই পুলিশ কর্তার অতীত রেকর্ডের ফাইল ঘেঁটে দেখা হচ্ছে। রেকর্ড করা হবে ওই কর্তার ঘনিষ্ঠদের বয়ান। কোথায় কোথায় তাঁর সম্পত্তি রয়েছে, তার দাম কত, কীভাবে দাম মেটানো হয়েছে, তা উত্তরাধিকার সূত্রে পাওয়া নাকি সম্প্রতি কেনা হয়েছে, তার নথি জোগাড়ের কাজ চলছে।

সিবিআইয়ের হাতিয়ার নারদের জোড়া ফুটেজ

দু’টি ফুটেজ ৷ একটি অসম্পাদিত ৷ অন্যটি অসম্প্রচারিত ৷ আপাতত এই দুই ফুটেজের উপর দাঁড়িয়ে সিবিআইয়ের নারদ তদন্তের অনুসন্ধান ৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্তাদের বক্তব্য, আদালতের বাড়তি সময় তাঁদের অক্সিজেন জুগিয়েছে ৷

মেয়ের জীবন নিয়ে সাপ-লুডো মা-বাবার

বাবা বলছেন, ‘মেয়ের ব্রেন ডেথ হয়েছে৷’ মা বলছেন, ‘মেয়ে হাত-পা নাড়ছে ৷’ বাবা বলছেন, ‘মেয়েকে ভেন্টিলেশনে রাখার কোনও মানেই নেই ৷’: মা বলছেন, ‘খরচ দিতে হবে বলেই মেয়ের মৃত্যু চাইছেন বাবা ৷’ দু’জন বলেই চলেছেন ৷ মেয়ে শুধু শুনছে না ৷

ব্রিটিশ পার্লামেন্ট চত্বরে হামলার দায় নিল IS

বুধবার ব্রিটিশ পার্লামেন্ট চত্বরে যে জঙ্গির হামলায় তিনজন প্রাণ হারিয়েছেন এবং ২৯ জন ঘায়েল হয়েছেন, তার নাম জানাল পুলিশ ৷ হালাকারী ওই জঙ্গির নাম খালিদ মাসুদ ৷ ব্রিটিশ গোয়েন্দাদের দাবি, বছর বাহান্নর মাসুদের জন্ম কেন্টে ৷ অতিসম্প্রতি সে পশ্চিম মিডল্যান্ডে থাকতে শুরু করেছিল ৷

নবাবের শহরে বিপন্ন ‘তুন্ডে কাবাবি’

ভিড়ে চোটে মাছি গলার জায়গা থাকে না! এখন সেই দোকানে বসেই মাছি তাড়াচ্ছেন দোকানদার ! কুড়িটা টেবিব ৷ পনেরোটাই খালি ৷ নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছেন না আবু বকর..... লখনৌয়ের আকবরি গেটের ‘তুন্ডে কাবাবি’র ম্যানেজার ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
কী বলছে আজকের খবরের কাগজ ? দেখে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল