চায় পে চর্চার নামে সাধারণত বিজেপি নেতারাই রাজনৈতিক প্রচার কর্মসূচি করে থাকেন। সেখানে বিজেপির বিরুদ্ধে প্রচার এর জন্য তাদেরই কর্মসূচি কে হাতিয়ার করল ফরওয়ার্ড ব্লক। দিল্লির ঘটনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর দায় চাপিয়েছেন ফরওয়ার্ড ব্লক। সুদীপ বন্দোপাধ্যায় বলেন, 'চা-ওয়ালা দ্বারা দাঙ্গা সংগঠিত হয়েছে দিল্লীতে। তাই চা খাওয়ানোর মধ্য দিয়ে দিল্লীর মানুষের পাশে দাড়ানোর জন্য অর্থ সংগ্রহ করবো।'
advertisement
পুরসভার নির্বাচন আর খুব বেশি দেরি নেই। তাই এখন থেকেই মাঠে নেমে পড়েছে প্রচার রাজনৈতিক দলগুলি। মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিভিন্ন রকম অভিনব কর্মসূচি নেয়া হচ্ছে। পুরোদস্তুর পুরসভার নির্বাচনের আগে তাই এখন থেকেই একটু গা ঘামিয়ে নিচ্ছেন দলের নেতারাও। সিএএ-এনআরসির পাশাপাশি প্রচারে দিল্লি হিংসার ঘটনাকে তারা কোনভাবেই হাতছাড়া করতে চাইছে না এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ
দিল্লির হিংসার ঘটনায় ইতিমধ্যেই কলকাতার রাস্তায় নেমে প্রতিবাদ করেছে কংগ্রেস সহ ১৭ বামদল। প্রতিবাদের পাশাপাশি আর্থিক সাহায্য তুলতেও রাস্তায় নেমেছে তারা। ইতিমধ্যেই সিপিএমের পলিটব্যুরো তরফ থেকে ডাক দেওয়া হয়েছে আর্থিক সাহায্য তোলার জন্য। আর্থিক সাহায্য তুলতে বৃহস্পতিবার পথে নেমেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও ইতিমধ্যেই ৫০ হাজার টাকা দিয়েছেন দিল্লিতে দাঙ্গায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য। এবার রাস্তায় নামতে চলেছে ফরওয়ার্ড ব্লক। তবে একটু অন্যরকম ভাবে। সংগঠনের নেতারা মনে করছেন নতুন নতুন পদ্ধতিতে প্রচারে নামলে মানুষের চোখে পড়া অনেক সহজ হয়। প্রচারে সাড়াও মিলেছে ।
UJJAL ROY