কী বক্তব্য? সংগঠনের নেতা সুদীপ বন্দোপাধ্যায় জানিয়েছেন, "নির্বাচনী প্রতীক পেতে গেলে কমিশনের নিয়ম অনুযায়ী একটা নুন্যতম যোগ্যতা লাগে। আর সেই যোগ্যতা হলো ভোটের হার। গত নির্বাচনগুলিতে দল যে ভোট পেয়েছে তা অনেক কম। সেই ভোট সংখ্যায় প্রতীক পাওয়া যায় না। কমিশনের দেওয়া প্রতীকে লড়তে হয়। আমরা কমিশনকে জানিয়েছি ওই প্রতীক তুলে নেওয়া হোক। আমরা নিবাচনে লড়লে আমরাও ওই প্রতীক দাবি করতে পারি। কমিশনের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা গিয়েছি। আমাদের বক্তব্য হয় প্রতীক ফেরত নেওয়া হোক। নয়তো কমিশন নিজেদের নিয়মের পরিবর্তন আনুক। নিয়ম সবার জন্য এক হওয়া উচিত। কমিশনের সময় দীর্ঘ সদর্থক আলোচনা হয়েছে। আমরা আশাবাদী কমিশনের তরফে কোনও সদুত্তর পাবো।এরপরেই আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করবো।"
advertisement
আরও পড়ুন: তৃণমূল পার্টি অফিসের বাইরে বোমা বিস্ফোরণে মৃত্যু, মামলায় এবার NIA-কে পার্টি করল আদালত
সংগঠন সূত্রে খবর, আগামি নির্বাচনগুলিতে প্রার্থী দেওয়া হবে সংগঠনের পক্ষ থেকে। তারজন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেছে সংগঠনের নেতৃত্ব। রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের মতে আহিমের সামনে এখন দুটে চ্যালেঞ্জ। এক ফরওয়ার্ড ব্লকের চাইতে মজবুত সংগঠন তৈরি করা। এবং আগামী নির্বাচনে ফরওয়ার্ড ব্লকের চাইতে ভালো ফল করা এবং যেখানে সেটা সম্ভব নয় সেখানে দলকে আরও প্রতিকূল পরিস্থিতির মধ্যে নিয়ে আসা। আর এর মাধ্যমেই দলের নেতা কর্মীদের কাছে দলীয় নেতৃত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দেওয়ারই কৌশল নিয়েছে বিক্ষুব্ধরা।
আরও পড়ুন: মধ্যরাতের 'নাটক' শেষে ইডি-র অফিসে মেনকা, অভিষেক-শ্যালিকাকে নিয়ে শুরুতেই চমক
আর এই উদ্দেশ্যকে সামনে রেখেই ফরওয়ার্ড ব্লকের সিংহ হাতছাড়া করা এবং ভবিষ্যতে তা নিজেদের দখলে আনার পরিকল্পনা আহিমের। এর আগে দলীয় পতাকায় কাস্তে হাতুড়ি সরিয়ে দেওয়া নিয়ে দলের মধ্যে মত পার্থক্য তৈরি হয়। বিক্ষুব্ধরা পুরনো প্রতীক নিয়েই আলাদা সংগঠন আহিম তৈরি করে।