এর আগে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে, তৃণমূল কংগ্রেসের কর্মীসভায় উপস্থিত ছিলেন এই প্রবীণ বামপন্থী নেতা (CPIM Leader attended Mamata Banerjee rally)। শুধু তাই নয়, সেই মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করার আবেদনও জানিয়েছিলেন বামপন্থী শিক্ষক নেতা বাদল চট্টোপাধ্যায়। চেতলার অহীন্দ্র মঞ্চের সেই কর্মিসভায় উপস্থিত ছিলেন বাদল চট্টোপাধ্যায়ও। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শুরুর আগে তাঁকে মঞ্চে নিয়ে এসেছিলেন তৃণমূল নেতা তথা রাজ্য পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম।
advertisement
সেদিন কর্মীসভায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্য পেশ করার আগে বলার সুযোগ করে দিয়েছিলেন প্রবীণ বাম নেতাকে। হাতে মাইক নিয়ে ৮৪ বছর বয়সি নেতা বলেছিলেন, 'গোটা বাংলা জিতে বসে রয়েছেন মমতা। কেন তাঁকে ফের নতুন করে লড়াই করতে হবে? সমস্ত রাজনৈতিক দল সমস্ত সংগ্রামী মানুষের কাছে আমার আবেদন মমতাকে যেন বিনা প্রতিদ্বন্দ্বিতা জেতাতে পারি আমরা। কেউ যাতে সাহস না করেন তাঁর বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর।'
আরও পড়ুন-করোনায় মৃত্যুতে ৫০ হাজার ক্ষতিপূরণ! পাবে প্রতিটি পরিবার, কী ভাবে ?
মমতার বিরুদ্ধে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে সিপিএম। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বামেদের ভরসা তারুণ্য। ভবানীপুরে বামফ্রন্টের তরফে প্রার্থী হয়েছেন সিপিএমের আইনজীবী নেতা শ্রীজীব বিশ্বাস। তবে বাম প্রার্থীর হয়ে গলা না ফাটিয়ে চেতলার প্রবীণ বাম নেতাকে দেখা যাচ্ছে মমতা বন্দোপাধ্যায়ের সভায় হাজির থাকতে। বুধবার মঞ্চে বাকি তৃণমূলের প্রথমসারির নেতাদের সঙ্গে বহুক্ষণ বসে থাকতেও দেখা যায় বাদল চট্টোপাধ্যায়কে।
বিজেপি ঠেকাতে মমতাই যে ভরসা, এদিন সেকথা বুঝিয়ে দিতেই তৃণমূলের মঞ্চে দেখা যায় বামপন্থী এই নেতাকে।ভবানীপুর নিয়ে ইতিমধ্যেই একটা অডিও ভিজুয়াল বানিয়েছে তৃণমূল কংগ্রেস। তাতেও স্থান পেয়েছে বাদল বাবুর সেদিনের বক্তব্য।