রবিবার জলদাপাড়া-সহ সংলগ্ন রেঞ্জগুলির সাফারি গাড়িগুলির চালকদের সঙ্গে বৈঠক করেন বনদফতরের আধিকারিকরা। সাফারি চলাকালীন প্রায়ই পর্যটকরা অনেক গভীর জঙ্গলে ঢুকতে পছন্দ করেন। নিজেদের বাসস্থলে পর্যটকদের যথেচ্ছ আনাগোনা, অনেক সময় কাছাকাছি এসে ছবি বা সেলফি তোলার প্রবণতা, মাঝেমধ্যেই আক্রমণাত্মক করে তোলে গণ্ডারের মতো তুলনামূলক নিরীহ জীবদেরও। যদিও গণ্ডারের আক্রমণে জিপ দুর্ঘটনার নজির, সাম্প্রতিক ইতিহাসে বিরল। তাই রবিবারের বৈঠকে সাফারি গাড়িচালকদের বনদফতরের গাইডলাইন মেনে সাফারি করানোর বিষয়ে জোর দিতে বলা হয়।
advertisement
আরও পড়ুন : মাটি খুঁড়ে ৮৬৫ বছরের প্রাচীন ৫৭০ টি স্বর্ণমুদ্রা! গুপ্তধন পেয়ে রাতারাতি ধনকুবের ফাস্টফুড দোকানের মালিক
সাফারির নির্দিষ্ট রুট মেনেই পর্যটকদের নিয়ে গাড়ি চালানো, বন্য জন্তুর আনাগোনা বা উপস্থিতি টের পেলে নিরাপদ দূরত্ব বজায় রেখে তবেই গাড়ি থামানো এই সমস্ত বিষয়ে জোর দিতে বলা হয়। সাফারি চলাকালীন কোনও কারণে গাড়ি থেকে পর্যটকরা যাতে না নামেন সেই বিষয়ে জোর দিতে বলা হয়। এমনকি গাইডলাইন না মেনে সাফারির সময় স্বেচ্ছাচার করলে সেই পর্যটককে বনদফতরের তরফে জরিমানা করার কথাও স্পষ্টভাবে উল্লেখ করা হয় রবিবারের বৈঠকে।
আরও পড়ুন : ফ্রিজ থেকে উদ্ধার নিহত মডেলের ছিন্ন পা, চাঞ্চল্যকর এই ঘটনায় গ্রেফতার প্রাক্তন স্বামী, শ্বশুর এবং শাশুড়ি
তবে বনদফতর সূত্রের খবর, এক বিচ্ছিন্ন দুর্ঘটনার খবরে খুব একটা উৎসাহে ভাটা পড়েনি জঙ্গলমুখী পর্যটকদের। সাফারির জনপ্রিয়তাও একই রকমই রয়েছে। বন্য জন্তুকে যাতে নিরাপদ দূরত্ব থেকে দেখতে পেয়ে সতর্ক হওয়া যায় সেই কারণে সাফারির রাস্তায় জঙ্গল পরিষ্কার রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বনদফতরের তরফে।