এ ব্যাপারে তদন্ত চালাতেই বেলা তিনটে নাগাদ ফরেনসিক দল পার্ক হোটেলে পৌছায়। সঙ্গে লালবাজারের গুন্ডা দমন শাখার কয়েকজন। এই পার্টিতে মাদক সেবন চলছিল বলে অভিযোগ পেয়েই নড়েচড়ে বসেছে লালবাজার। কী ধরনের মাদক কত পরিমাণে মজুত ছিল, মূলত সেই সব নমুনা সংগ্রহ করতেই পার্ক হোটেলে ফরেনসিকের দল এসেছিল। সূত্রের খবর, দেড় ঘণ্টার বেশি সময় ধরে তারা নমুনা সংগ্রহ করে। ফরেনসিক বিশেষজ্ঞ তন্ময় মুখোপাধ্যায় বেশ কিছু সন্দেহজনক নমুনা সংগ্রহ করেছেন। তার কেমিক্যাল টেস্ট করা হবে। এদিকে হোটেল কর্তৃপক্ষকে লালবাজারে ডেকে পাঠানো হয়েছে। পাশাপাশি ওই পার্টিতে বেশ কয়েকজন মহিলা উপস্থিত ছিলেন। তাদের গ্রেফতার না করলেও লালবাজারে ডেকে পাঠানো হয়েছে।
advertisement
করোনা বিধি উপেক্ষা করেই কলকাতার অভিজাত এই হোটেলে লাউড স্পিকার বাজিয়ে দিনের পর দিন পার্টি চলছে এই অভিযোগে শনিবার রাতেই পার্ক হোটেলে হানা দেয় কলকাতা পুলিশ। গ্রেফতার করল ৩৭ জনকে। হোটেল কর্তৃপক্ষকেও ডেকে পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, পার্ক হোটেলে যে এভাবে পার্টি চলছে, সেই খবর গোপন সূত্রে পুলিশের কাছে যায়। এরপরই শনিবার গভীর রাতে ৩ জন আইপিএস-র নেতৃত্বে ৫০ জনের একটি দল তল্লাশি অভিযান চালায়। তখন পুরোদমে চলছিল পার্টি। চলছিল লাউড স্পিকারও। সঙ্গেসঙ্গে বাকিদের গ্রেফতার করে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় মার্সিডিজ-সহ বেশ কয়েকটি দামি গাড়ি।