হাতে আর কয়েক মাস। তারপরই পুরভোট। যুযুধান দু'পক্ষের কাছেই কলকাতার পুরভোট প্রেস্টিজ ফাইট। শুক্রবার কলকাতার তৃণমূল কাউন্সিলরদের নিয়ে পুরভোটের প্রস্তুতি-বৈঠক করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর।
পিকের কড়া দাওয়াই
- লবি করে মিলবে না টিকিট
- ব্যক্তিস্বার্থে নষ্ট করা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি
- গায়ের জোরে ভোট নয়
- অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে হবে
advertisement
- দল ও নিজের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে
- বন্ধ করতে হবে দেখনদারি
- জোর দিতে হবে জনসংযোগে
- এখনই ভোট ভেবে ঝাঁপাতে হবে
রাজনৈতিক মহলের মতে, গত পঞ্চায়েত ভোটে অশান্তির প্রভাব কিছুটা হলেও পড়েছে তৃণমূলের ভাবমূর্তিতে। ১৯-শের লোকসভা ভোটেও সেই ক্ষোভ ছাপ ফেলেছে। গত লোকসভা ভোটে - কলকাতা পুর এলাকার ১৪৪ টির মধ্যে ৪৭ ওয়ার্ডে এগিয়ে বিজেপি ৷ তৃণমূল এগিয়ে ৯৩ ওয়ার্ডে ৷
NRC-CAA-র বিরোধিতাকে রাজনৈতিক অস্ত্র করছে তৃণমূল। তারসঙ্গেই প্রশান্ত কিশোরের কৌশল, জোর দিতে হবে জনসংযোগে। সেই লক্ষ্যেই পনেরোই জানুয়ারির মধ্যে কলকাতায় আরও দু'দফা 'দিদিকে বলো' কর্মসূচি পালন করতে হবে।