TRENDING:

বিরামহীন 'সুপার কুল' যাত্রা দিতে ঝাঁ চকচকে হচ্ছে কলকাতা মেট্রো, জোড় কদমে চলছে চালুর প্রস্তুতি

Last Updated:

থার্ড রেলের বিদ্যুৎসংযোগ এবং এসক্যালেটর-এই দুইয়ের ব্যাপারে বাড়তি নজর কলকাতা মেট্রো রেলের । তাই সকাল থেকে সন্ধ্যা , প্রতিটি স্টেশন ও লাইনে কাজ করছেন মেট্রো কর্মীরা ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পরিষেবায শুরু হলে যাতে কোনও ব্যাঘাত না ঘটে । আনলক ১.০ -তে কলকাতায় মেট্রো চলাচল শুরু হলে সব কিছু যাতে যথাযথ থাকে ,  তাই থার্ড রেলের  বিদ্যুৎসংযোগ এবং এসক্যালেটর-এই দুইয়ের ব্যাপারে বাড়তি নজর কলকাতা মেট্রো রেলের । সে কারণেই সকাল থেকে সন্ধ্যা , প্রতিটি স্টেশন ও লাইনে কাজ করছেন মেট্রো কর্মীরা ।
advertisement

মেট্রো সূত্রে জানা গিয়েছে , পরিষেবা চালু হলে যাতে কোনও সমস্যা তৈরি না হয় তার জন্যে প্রতি বিভাগের সমস্ত আধিকারিকদের ব্যবস্থা নিতে বলেছেন জিএম মেট্রো । একইসঙ্গে মেট্রো হতে চলেছে 'সুপার কুল'। অর্থাৎ , কাউন্টার এরিয়া থেকে প্ল্যাটফর্ম । এমনকি কোচের মধ্যেও হিমশীতল অবস্থা উপভোগ করবেন যাত্রীরা । তবে লকডাউন পরবর্তী পরিস্থিতিতে মেট্রোয় যাত্রী সংখ্যা দৈনিক গড়ে সাড়ে ছয় লক্ষই থাকবে না কমবে তা নিয়ে মতান্তর অবশ্য রয়েছে । তবে শুধু 'সুপার কুল' নয় এসক্যালেটর থেকে কোচের বেয়ারিং সব কিছুই রক্ষণাবেক্ষণ শুরু হয়েছে, যেখানে যা প্রয়োজন বদলে ফেলার কাজ করে চলেছেন মেট্রো কর্মীরা ।

advertisement

কলকাতার লাইফলাইন মেট্রো রেল । কিন্তু লাইফলাইনে বিপত্তি লেগেই থাকে । কোনও ব্রেক বাইন্ডিং সমস্যা । কখনও ঠান্ডা না হওয়ার । কখনও সমস্যা ধরা পড়ে দরজা খোলা বা বন্ধ হওয়া নিয়ে । এছাড়া মাঝে মধ্যেই মেট্রো কোচেও ধরা পড়ে নানা সমস্যা । সেই সব সমস্যা মেটাতে এবার উদ্যোগী কলকাতা মেট্রো রেল । লকডাউনের মধ্যে মেট্রো রেল চলাফেরা না করলেও ইঞ্জিনিয়াররা প্রতিদিন মেট্রোর ট্রায়াল দিচ্ছেন কারশেডে । তার সঙ্গে চলছে মেট্রোর পরিষেবা উন্নয়নের  নানা কাজ । বেয়ারিং বদলানো , ব্রেক সিস্টেম পরীক্ষা করা , নানা যন্ত্রাংশ পরীক্ষা যার মধ্যে উল্লেখযোগ্য হল কারেন্ট কানেক্টর পরীক্ষা । এর পাশাপাশি চলছে এসি কোচের পরীক্ষা ।

advertisement

মেট্রো কর্তৃপক্ষের তর্জে জানা গিয়েছে , কোচের আরএমইউ যা কচের ভিতরের বাতাসকে শীতল বাতাস রাখতে সাহায্য করে, তা পুরোপুরি খুলে ফেলে চলছে সাফাই । বদলানো হয়েছে ফিল্টার । এর পাশাপাশি মেট্রো সুড়ঙ্গ এবং ওপরের অংশে থার্ড রেল পরীক্ষা করা হয়েছে । সেখানেও বেশ কয়েকটি জায়গায় বদল করতে হয়েছে ।

যাত্রীদের একটা বড় অংশের অভিযোগ , পাতালে ঠান্ডা অনুভব হয় না । প্ল্যাটফর্মে থাকা এসি'র ফিল্টার তাই বদলে ফেলা হয়েছে । মেট্রো রেলের এক আধিকারিক জানিয়েছেন, "লকডাউন চললেও রক্ষণাবেক্ষণের কাজ বন্ধ হয়নি । সেই কাজ চলছে জোর কদমে । মেট্রো পরিষেবা যখন চালু হবে তখন যাত্রীরা স্বাচ্ছন্দ্যের সাথে যাতায়াত করতে পারবেন ।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ABIR GHOSHAL

বাংলা খবর/ খবর/কলকাতা/
বিরামহীন 'সুপার কুল' যাত্রা দিতে ঝাঁ চকচকে হচ্ছে কলকাতা মেট্রো, জোড় কদমে চলছে চালুর প্রস্তুতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল