TRENDING:

রথযাত্রায় এগুলো করুন, সংসারে সমৃদ্ধি আসবেই

Last Updated:

রথ মানেই সকাল সকাল বাজারে গিয়ে ছোটো-বড়-মাঝারি রথ কিনে নিয়ে আসা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রথ মানেই সকাল সকাল বাজারে গিয়ে ছোটো-বড়-মাঝারি রথ কিনে নিয়ে আসা ৷ ফুল, মালা, বাহারি গাছ দিয়ে রথকে সাজানো ৷ রথের ভিতর জগন্নাথ, বলরাম ও শুভদ্রার মূর্তি ৷ প্রসাদের থালায় মিষ্টি৷ আর বিকেল হতেই রশি ধরে মারও টান ! রথ চলেছে পথ ছেড়ে দাও বলে চিৎকার ৷ সঙ্গে পাপড় ভাজা মাস্ট ৷ রথের দিনে আট থেকে আশি মজে ওঠেন এই উৎসবেই ৷
advertisement

শাস্ত্র অনুযায়ী, সংসারে সমৃদ্ধি, শ্রীবৃদ্ধির জন্য রথ উৎসব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ তাই রথের দিন সকাল থেকেই রথ উদযাপনে মেতে উঠুন ৷ কী করবেন?

এদিন সকাল সকাল স্নান সেরে নিন ৷ বাড়ির জগন্নাথদেবের মূর্তিকে সাদা, হলুদ ফুলে সাজিয়ে তুলুন ৷ সঙ্গে সাজিয়ে তুলুন বলরাম ও শুভদ্রাকেও ৷

সাদা চন্দন দিয়ে জগন্নাথকে সাজাতে ভুলবেন না যেন ৷

advertisement

এদিন জগন্নাথ দেবের সামনে জ্বালিয়ে দিন ঘিয়ের প্রদীপ ৷ লক্ষ্য রাখুন প্রদীপটি যেন জ্বলতে থাকে ৷

সেই প্রদীপ থেকে জ্বালিয়ে নিন রথে রাখা প্রদীপটি ৷

ঠাকুর ঘর ছাড়া, ঘরের অন্য কোথাও জগন্নাথ দেবের মূর্তি থাকলে, সব মূর্তিতেই মালা, ফুল দিন ৷

জগন্নাথ ক্ষীর খেতে ভালোবাসেন ৷ ক্ষীর যেন থাকে জগন্নাথের প্রসাদে ৷

advertisement

রথ টানার আগে অবশ্যই শঙ্খ ধ্বনি ও কাঁসর-ঘণ্টা বাজান ৷

আরও পড়ুন 

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

আগামিকাল রথযাত্রা, জানুন জগন্নাথদেবের রথের রশি ছুঁলে কী ফল পাওয়া যায়?

বাংলা খবর/ খবর/কলকাতা/
রথযাত্রায় এগুলো করুন, সংসারে সমৃদ্ধি আসবেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল