অন্যদিকে, আজই কলকাতা পুরভোটে বিজেপির কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ (KMC Elections 2021 | Central Force)। কলকাতা পুরভোটে কোনও হিংসা হলে তার জন্য সম্পূর্ণ জবাবদিহি করতে হবে রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশনকে (KMC Elections 2021 | Central Force)। রাজ্যের ডিজিপি ও কলকাতা পুলিশ কমিশনারও, কলকাতা পুরভোটের যে কোনও গোলমালের জন্য হাইকোর্টের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। এদিন পর্যবেক্ষণে এমনই জানিয়েছে কলকাতা হাইকোর্ট (KMC Elections 2021 | Central Force)। কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে যেতে চলেছে রাজ্য বিজেপি। দ্রুত শুনানির আবেদন চেয়ে সুপ্রিম কোর্টে যেতে চলেছে বিজেপি। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে বিজেপি। কালই জরুরি শুনানি চেয়ে আবেদন করা হচ্ছে বিজেপি-র তরফে।
advertisement