আজ সকাল থেকেই কলকাতায় মুষলধারায় বৃষ্টি! সবথেকে বেশি বৃষ্টি হয়েছে তপসিয়ায়। শুধু কলকাতা নয়! রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও সকাল থেকেই চলছে বৃষ্টির তাণ্ডবলীলা ৷ আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপ অক্ষরেখা তৈরি হওয়ায় জেলাগুলিতে ভারী বৃষ্টির শুরু হয়েছে ৷ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ৷
বৃষ্টির কারণে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নবান্নের তরফে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে জেলা প্রশাসনকে। সতর্ক করা হল বিপর্যয় মোকাবিলা দলকেও ৷ সেচ ও বিপর্যয় মোকাবিলা দফতর থেকেও শুরু হয়েছে কড়া নজরদারি ৷
advertisement
আবহাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২-৩ ঘণ্টায় কলকাতা, হাওড়া, নদিয়া, হুগলি ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৷ উপকূল ও বাংলাদেশ সংলগ্ন এলাকাতেও দিনভর বৃষ্টি হতে পারে ৷
আরও পড়ুন-ভাসছে কলকাতা! জেনে নিন, শহরের কোথায় কতটা বৃষ্টি হল!