TRENDING:

প্রবল বৃষ্টিতে দুর্বিষহ অবস্থা ফুটপাথবাসীদের

Last Updated:

নাগাড়ে বৃষ্টি কলকাতার বুক ভিজিয়েছে। ঝলসে যাওয়া গরমে স্বস্তির ফোঁটায় আপ্লুত তিলোত্তমা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নাগাড়ে বৃষ্টি কলকাতার বুক ভিজিয়েছে। ঝলসে যাওয়া গরমে স্বস্তির ফোঁটায় আপ্লুত তিলোত্তমা। কিন্তু অঝোর ধারা কারও কারও জীবনে ডেকে এনেছে যন্ত্রণা। বৃষ্টি তাঁদের দিয়েছে দুশ্চিন্তা।
advertisement

আরও পড়ুন: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রাতভর রেকর্ড বৃষ্টি, বৃষ্টিপাতের পরিমাণ ১০৫.৬৬ মিমি

রাত থেকে কখনও ঝমাঝম। কখনও টিপটিপ। কলকাতা স্নান করছে অঝোর ধারায়। আনাচে কানাচে বৃষ্টির ভাল লাগা। কিন্তু এই বর্ষা কারও কারও চোখ ভেজায়। নাগাড়ে বৃষ্টিতে দুর্বিষহ অবস্থা ফুটপাথে।

আরও পড়ুন: মেসি -র পর এবার রোনাল্ডোর পেনাল্টিও মিস, ড্র করে ১৬-র টিকিট পর্তুগালের

advertisement

কেউ রিকশ বা ঠেলাগাড়ি চালান, কেউ আবার মুটে। পরিচারিকার কাজ করেন কেউ। ঠিকানা ফুটপাথ। সকাল থেকে রাত পর্যন্ত ফুটপাথেই মায়ের আদর। খোলা আকাশের নীচে সংসার। ত্রিপল থাকলেও ছেঁড়া।

আরও পড়ুন: লাভের আশায় বাদাম চাষ করে ক্ষতির মুখে তিস্তা পাড়ের কৃষকরা

বৃষ্টিতে আঁচ নেই উনুনে। নিভন্ত চুল্লিতে চিন্তা ধরায় পেট। শুকোতে দেওয়া কাপড় জামা বৃষ্টিতে ভিজে একসা। অশীতিপর চোখে দুশ্চিন্তা ঘনায় মেঘের মতই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

মেঘের ডানা ঝাপটে বৃষ্টি এসেছে। স্বস্তির ফোঁটা কলকাতার গলা ভেজালেও কোথাও কোথাও জমাট বেঁধেছে মন খারাপ।

বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রবল বৃষ্টিতে দুর্বিষহ অবস্থা ফুটপাথবাসীদের