আরও পড়ুন: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রাতভর রেকর্ড বৃষ্টি, বৃষ্টিপাতের পরিমাণ ১০৫.৬৬ মিমি
রাত থেকে কখনও ঝমাঝম। কখনও টিপটিপ। কলকাতা স্নান করছে অঝোর ধারায়। আনাচে কানাচে বৃষ্টির ভাল লাগা। কিন্তু এই বর্ষা কারও কারও চোখ ভেজায়। নাগাড়ে বৃষ্টিতে দুর্বিষহ অবস্থা ফুটপাথে।
আরও পড়ুন: মেসি -র পর এবার রোনাল্ডোর পেনাল্টিও মিস, ড্র করে ১৬-র টিকিট পর্তুগালের
advertisement
কেউ রিকশ বা ঠেলাগাড়ি চালান, কেউ আবার মুটে। পরিচারিকার কাজ করেন কেউ। ঠিকানা ফুটপাথ। সকাল থেকে রাত পর্যন্ত ফুটপাথেই মায়ের আদর। খোলা আকাশের নীচে সংসার। ত্রিপল থাকলেও ছেঁড়া।
আরও পড়ুন: লাভের আশায় বাদাম চাষ করে ক্ষতির মুখে তিস্তা পাড়ের কৃষকরা
বৃষ্টিতে আঁচ নেই উনুনে। নিভন্ত চুল্লিতে চিন্তা ধরায় পেট। শুকোতে দেওয়া কাপড় জামা বৃষ্টিতে ভিজে একসা। অশীতিপর চোখে দুশ্চিন্তা ঘনায় মেঘের মতই।
মেঘের ডানা ঝাপটে বৃষ্টি এসেছে। স্বস্তির ফোঁটা কলকাতার গলা ভেজালেও কোথাও কোথাও জমাট বেঁধেছে মন খারাপ।