TRENDING:

Football Player Wife: মোহনবাগান-ইস্টবেঙ্গলে খেলা বিখ্যাত বিদেশি ফুটবলারের বাঙালি স্ত্রীর মৃত্যু! কারণ নিয়ে ধোঁয়াশা, কোন ফুটবলার জানেন?

Last Updated:

Football Player Wife: আচমকাই প্রয়াত হলেন পূজা। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বুধবার ক্রোমা নিজেই এই খবর জানান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ক্রোমার স্ত্রীর মৃত্যু
ক্রোমার স্ত্রীর মৃত্যু
advertisement

কলকাতা: মোহনবাগান, ইস্টবেঙ্গলের জার্সিতে মাঠ কাঁপিয়েছেন বিখ্যাত ফুটবলার আনসুমানা ক্রোমাময়দানে চর্চা হত তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও। বাঙালি মেয়ে পূজা দত্তের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন ক্রোমাবিয়েও করেন ২০১৯ সালে। তাঁদের দুই সন্তানও রয়েছে। কিন্তু বিয়ের ৬ বছরের মধ্যেই এল দুঃসংবাদ

advertisement

আচমকাই প্রয়াত হলেন পূজা। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বুধবার ক্রোমা নিজেই এই খবর জানান। এই খবর প্রকাশ্যে আসার পরে শোকের ছায়া কলকাতা ময়দানে। তবে কী কারণে পূজার মৃত্যু হয়েছে, সেটা এখনও স্পষ্ট নয়।

advertisement

ক্রোমাপূজার বড় মেয়ের বয়স ৫ বছর। দ্বিতীয় সন্তানের বয়স মাত্র ২ মাস। গতমাসেই পূজার জন্মদিন ছিল। সেদিন আবেগঘন পোস্টও করেছিলেন লাইবেরিয়ার ফুটবলার। কিন্তু মাস ঘুরতেই এল দুঃসংবাদ! সোশ্যাল মিডিয়ায় ক্রোমা লিখেছেন, ‘তুমি আমাদের বড্ড তাড়াতাড়ি ছেড়ে গেলে সাদিয়া (বিয়ের পর পূজার নাম)। আমার মন কষ্টে ভেঙে পড়ছে। আমাদের ৫ বছর ও ২ মাসের সন্তানদের কীভাবে বলব, তাদের মা আর নেই। আমার স্ত্রী আল্লাহর কাছে ফিরে গিয়েছে, যেখানে একদিন সবাইকে ফিরতে হবে।’

advertisement

বাঙালি স্ত্রীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন ক্রোমাকলকাতায় ঘটা করে বিয়ের অনুষ্ঠানও করেন। তারপর ক্রোমার সঙ্গে লাইবেরিয়ায় যান পূজা। তবে মূলত দু’জন কলকাতায় থাকতেন। এক সন্তানকে নিয়ে সুখেই চলছিল দাম্পত্য জীবন। মাস দুয়েক আগে দ্বিতীয় সন্তানের জন্ম দেন পূজা। প্রত্যেক বিবাহ বার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করতেন ক্রোমা। কিন্তু মাত্র ছয় বছরের মাথায় যে তাঁদের গাঁটছড়া ভেঙে যাবে কে জানত!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'হাউসিং ফর অল' প্রকল্পের টাকা নিয়ে নয়-ছয়! মাথায় হাত ৩০০ উপভোক্তার, কী হতে চলেছে পুরুলিয়ায়
আরও দেখুন

বাংলা খবর/ খবর/কলকাতা/
Football Player Wife: মোহনবাগান-ইস্টবেঙ্গলে খেলা বিখ্যাত বিদেশি ফুটবলারের বাঙালি স্ত্রীর মৃত্যু! কারণ নিয়ে ধোঁয়াশা, কোন ফুটবলার জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল