TRENDING:

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্ঘটনায় টনক নড়ল জাতীয় সড়ক কর্তৃপক্ষের, বাড়ানো হচ্ছে নজরদারি

Last Updated:

২ নম্বর জাতীয় সড়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্ঘটনা সড়ক নিরাপত্তা নিয়ে অনেক প্রশ্ন তুলে দিয়েছে। এরপ্রেক্ষিতে নড়েচড়ে বসল জাতীয় সড়ক কর্তৃপক্ষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ২ নম্বর জাতীয় সড়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্ঘটনা সড়ক নিরাপত্তা নিয়ে অনেক প্রশ্ন তুলে দিয়েছে। এরপ্রেক্ষিতে নড়েচড়ে বসল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ২, ৬ ও ৩৪ নম্বর জাতীয় সড়কে থাকা ব্ল্যাক স্পটগুলিতেই নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিল এনএইচ কর্তৃপক্ষ। পুলিশের সহযোগিতায় এই সমস্ত জাতীয় সড়কে এবার থেকে নজরদারিতে থাকবে এনএইচ-এর স্পেশাল ইউনিট।
advertisement

২ নম্বর জাতীয় সড়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্ঘটনা সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। দেখা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত দুধের গাড়ি ও ব্রেক ডাউন ভ্যান বেআইনিভাবে জাতীয় সড়কের ধারে পার্কিং করেছিল। জাতীয় সড়কের ওপরে ব্ল্যাকস্পটগুলি কিভাবে মরণ ফাঁদ হয়ে উঠেছে, অভিষেকের ঘটনাতেই তা প্রমাণিত। যদিও ব্ল্যাকস্পট গুলিতে নজরদারির ওপর জোর দেওয়ার কথা একাধিক বৈঠকে জানিয়েছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। চলতি সপ্তাহেই ২, ৬ ও ৩৪ নম্বর জাতীয় সড়কে থাকা ব্ল্যাক স্পটগুলিতে নজরদারি নিয়ে বৈঠক করেন জাতীয় সড়ক অথরিটির আধিকারিকরা।

advertisement

জাতীয় সড়ক ২ -এ দুর্ঘটনার সংখ্যা (বছরে)

পরাজ মোড় ৯

গলসি মোড় ৭

গলিগ্রাম মোড় ৮

অণ্ডাল মোড় ১৩

কাজোড়া মোড় ১০

গান্ধি মোড়

এফসিআই ক্রসিং ৮

ডানকুনি ১১

advertisement

জাতীয় সড়ক ৩৪

বিমানবন্দর গেট ১৯

গিরজা মোড় ১৬

ধুবুলিয়া বাজার ১০

বেথুয়াডথরি ১০

যুগপুর ৮

মধ্যমগ্রাম চৌমাথা ১২

জাতীয় সড়ক ৬

সলপ, ডোমজুড় ২১

পাকুড়িয়া, ডোমজুড় ১২

advertisement

ধূলাগড় টোলপ্লাজা ১০

লছমাপুর, খড়্গপুর ৫

বৈঠকে এই ব্ল্যাকস্পগুলির ওপর নজরদারিতে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

-ব্ল্যাক স্পটগুলিতে ট্রাফিক সিগন্যালে বদল আনা হচ্ছে

-আধুনিক সিগন্যালিং ব্যবস্থা চালু হচ্ছে

-ব্ল্যাকস্পটগুলিতে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা

-হাই-রেজেলিউশন ক্যামেরার ছবি সরাসরি কন্ট্রোল রুমে পাঠানো যাবে

advertisement

-ব্ল্যাকস্পটে থাকবে স্পেশ্যাল ইউনিট

-কোনও দুর্ঘটনা হলে দ্রুত তারা ঘটনাস্থলে পৌঁছবে

-রাস্তার ধারে পার্কিং রীতি মানা হচ্ছে কিনা তা নজরে রাখবে ইউনিট

-প্রতিটি রাস্তায় গর্ত মেরামতি হবে দীপাবলির আগে

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

বৈঠকে এনএইচ কর্তৃপক্ষের অভিযোগ ছিল, তাদের কর্মীরা যান নিয়ন্ত্রণে নামলেও গাড়িচালকরা তাদের মানতে চাইছে না। প্রয়োজনে মিলছে না পুলিশী সাহায্য। এখন থেকে পুলিশ বা রাজ্য প্রশাসনের সাহায্য পেতে অসুবিধা হবে না - বৈঠকে এই আশ্বাস দিয়েছে রাজ্য।

বাংলা খবর/ খবর/কলকাতা/
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্ঘটনায় টনক নড়ল জাতীয় সড়ক কর্তৃপক্ষের, বাড়ানো হচ্ছে নজরদারি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল