TRENDING:

Bonny Sengupta: একা বনি নন, ইডি-র নজরে টলিউডের আরও পাঁচ অভিনেতা-অভিনেত্রী! যে কোনও দিন তলব

Last Updated:

নিয়োগ দুর্নীতি কাণ্ডে এ দিনই নাম জড়িয়েছে অভিনেতা বনি সেনগুপ্তের৷ এ দিন ইডি দফতরে ডেকে অভিনেতাকে দীর্ঘক্ষণ জেরা করা হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: একা বনি সেনগুপ্ত নন, নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডি-র নজরে টলিউডের আরও অন্তত পাঁচ জন অভিনেতা অভিনেত্রী। এদের প্রত্যেকের অ্যাকাউন্টেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের কাছ থেকে টাকা গিয়েছিল বলে ইডি সূত্রে খবর৷ অন্তত ৭৫টি অ্যাকাউন্ট থেকে এই টাকা পাঠানো হয়েছে বলে জানতে পেরেছেন ইডি-র তদন্তকারীরা৷ এই অভিনেতা অভিনেত্রীদেরও ইডি খুব শিগগিরই তলব করা হবে বলে ইডি সূত্রে খবর৷
বনি ছাড়াও নজরে আরও বেশ কয়েকজন অভিনেতা- অভিনেত্রী।
বনি ছাড়াও নজরে আরও বেশ কয়েকজন অভিনেতা- অভিনেত্রী।
advertisement

নিয়োগ দুর্নীতি কাণ্ডে এ দিনই নাম জড়িয়েছে অভিনেতা বনি সেনগুপ্তের৷ এ দিন ইডি দফতরে ডেকে অভিনেতাকে দীর্ঘক্ষণ জেরা করা হয়৷ কুন্তল ঘোষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে নিজেই স্বীকার করেছেন বনি৷

আরও পড়ুন:  'কোনও দুর্নীতিতে যুক্ত নই', ED-র দফতরে দাঁড়িয়ে প্রতিক্রিয়া বনি সেনগুপ্তর

advertisement

অভিনেতার দাবি, গাড়ি কেনার জন্য ২০১৭ সালে ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন তিনি৷ যদিও সেই টাকার বিনিময়ে তিনি কুন্তলের হয়ে বহু অনুষ্ঠান এবং শোয়ে অংশ নিয়েছেন বলে দাবি করেছেন বনি৷ তবে কোনওরকম চুক্তি ছাড়াই তিনি এই টাকা নিয়েছিলেন বলে স্বীকার করে নিয়েছেন বনি সেনগুপ্ত৷

আরও পড়ুন: বনিকে ইডি তলব! সুযোগ বুঝে বিজেপিকে 'খোঁচা' দিয়ে যা বললেন কুণাল

advertisement

একা বনি নন, তাঁর বান্ধবী এবং অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের নামও উঠে এসেছে এই বিতর্কে৷ কারণ কুন্তলের সূত্রেই দক্ষিণ কলকাতার একটি পার্লারের মালিক সোমা চক্রবর্তীর নাম পেয়েছিল ইডি৷ কুন্তলের থেকে ৫০ লক্ষ টাকা গিয়েছিল কুন্তলের অ্যাকাউন্টে৷ সোমা চক্রবর্তী নামে ওই মহিলার অবশ্য দাবি, তিনি কুন্তলের থেকে ওই টাকা ধার হিসেবে নিয়েছিলেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জানা গিয়েছে, এই সোমা চক্রবর্তীর নেল আর্ট পার্লারেরই উদ্বোধনে গিয়েছিলেন কৌশানী৷ অভিনেত্রী অবশ্য দাবি করেছেন, পেশাদার শিল্পী হিসেবেই টাকার বিনিময়ে সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি৷ পার্লারের হয়ে একটি ফটোশ্যুটও করেন তিনি৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Bonny Sengupta: একা বনি নন, ইডি-র নজরে টলিউডের আরও পাঁচ অভিনেতা-অভিনেত্রী! যে কোনও দিন তলব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল