TRENDING:

Dum Dum Firing: সাত সকালে দমদমে গুলি, অল্পের জন্য বাঁচলেন দমকল কর্মী! এলাকায় তীব্র আতঙ্ক

Last Updated:

গোরবাজারে দমদম পুরসভার পাশেই দমদম দমকল কেন্দ্র৷ এ রকম ব্যস্ত এলাকায় সাত সকালে গুলি চালানোর ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
স্নেহাশিস রায় নামে এই দমকলকর্মীকে লক্ষ্য করেই চলে গুলি, ঘটনাস্থলে পুলিশ৷
স্নেহাশিস রায় নামে এই দমকলকর্মীকে লক্ষ্য করেই চলে গুলি, ঘটনাস্থলে পুলিশ৷
advertisement

স্থানীয় সূত্রে খবর, এ দিন সকালে গোরাবাজারে দমদম দমকল কেন্দ্রে হাজির হন দুই যুবক৷ স্নেহাশিস রায় নামে এক দমকলকর্মীর খোঁজ করতে থাকেন তাঁরা৷ স্নেহাশিসবাবু বাইরে বেরোতে ওই দুই যুবক জানায়, তাঁর কাছে কোনও একটি বিষয়ে ক্ষমা চাইবে তাঁরা৷ এর পরেই ব্যাগের ভিতর থেকে আগ্নেয়াস্ত্র বের করে ওই দমকলকর্মীকে লক্ষ্য করে পর পর দু' বার গুলি চালায় এক যুবক৷ যদিও অল্পের জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান ওই দমকলকর্মী৷

advertisement

আরও পড়ুন: নেশাগ্রস্ত অবস্থায় গালাগালি দিতে দিতে রোগী দেখা চলছিল, সামনে এল বড় সত্যি

গুলির শব্দ শুনেই ছুটে আসেন আশপাশে থাকা সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা৷ ছুটে আসেন অন্যান্য দমকলকর্মীরা৷ যদিও গুলি চালিয়ে পালায় দুই যুবক৷

আরও পড়ুন: CCTV ক্যামেরা সাক্ষী, চারচাকা গাড়িতে এসে মন্দিরের প্রণামী বাক্স তুলে নিল শ্যুট-বুট পরা চোর

advertisement

গোরবাজারে দমদম পুরসভার পাশেই দমদম দমকল কেন্দ্র৷ এ রকম ব্যস্ত এলাকায় সাত সকালে গুলি চালানোর ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমদম থানার পুলিশ৷ কী কারণে ওই দমকল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হল, ওই যুবকের সঙ্গে তাঁর কোনও পুরনো শত্রুতা আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কয়েকদিন আগে দমকল কেন্দ্রের বাইরে বাইক রাখা নিয়ে ওই দমকলকর্মীর সঙ্গে দুই যুবকের বচসা হয়েছিল৷ তারই জেরে এ দিনের হামলা বলেই মনে করা হচ্ছে৷ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷ আতঙ্কিত দমকল কর্মী স্নেহাশিস রায় বলেন, 'বন্দুক বের করতে দেখে দু' পা পিছিয়ে যাই, তাই প্রাণে বেঁচেছি৷'

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Dum Dum Firing: সাত সকালে দমদমে গুলি, অল্পের জন্য বাঁচলেন দমকল কর্মী! এলাকায় তীব্র আতঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল