পুজোর আগেই যেখানে বিজেপির একঝাঁক নেতা চলে এসেছেন তৃণমূলে, সেখানে পুজোর পর গেরুয়া শিবিরে আরও বড় ভাঙনের পূর্বাভাস দিলেন ফিরহাদ। তিনি বলেন, 'বিজেপির অনেক নেতাই তৃণমূলে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছে। তাঁদের কবে, কীভাবে তৃণমূলে নেওয়া হবে, সেটা একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ঠিক করবেন।' ফিরহাদ জানিয়েছেন, BJP-র অনেক নেতা'ই আবেদনপত্র জমা দিয়েছেন তাঁদের কাছে। সেই সব অ্যাপ্লিকেশন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ই ঠিক করবে, কবে কাকে দলে নেওয়া হবে।
advertisement
বস্তুত এর আগেও বিজেপি-তে ভাঙন প্রসঙ্গে ফিরহাদ বলেছিলেন, ''যারা আমাদের দল ছেড়ে গিয়েছিলেন, তাঁদের অনেকেই ফিরে এসেছেন ইতিমধ্যেই। কিন্তু কয়েকদিন বাদে এমন একটা নাম বিজেপি থেকে আসবে, যা চিন্তা করতে পারবেন না। তৃণমূল থেকে যাওয়া নয়, বিজেপি থেকেই তিনি আসবেন তৃণমূল। এমনকী অনেক বিধায়কও লাইনে আছেন, আরও আসবেন।' কিন্তু কে সেই বিরাট নাম? ফিরহাদ অবশ্য জানিয়েছিলেন, ''আমি এখনই নাম বলছি না, তবে অপেক্ষা করুন।''
আরও পড়ুন: সংসদীয় কমিটিতে তৃণমূলের তাস জহর-সুস্মিতা, চমকের নাম শিশির ও দিব্যেন্দু অধিকারী!
ফিরহাদের সেই দাবির পরও শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। তবে, প্রকাশ্যে অন্তত ফিরহাদের দাবিকে গুরুত্ব দিতে নারাজ রাজ্য বিজেপি। এবারও তাই। তবে, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, ভয় দেখিয়ে দলবদল করাচ্ছে তৃণমূল। তাতে অবশ্য গেরুয়া শিবিরে ঘর ভাঙার আশঙ্কা মিটছে না। আপাতত তাই বঙ্গ বিজেপি নেতারা তাকিয়ে আছেন পুজো শেষের দিকে। তারপরই কে কে তৃণমূলের দিকে পা বাড়ান, সেটাই এখন অপেক্ষা।