TRENDING:

Firhad Hakim: তৃণমূল ছেড়ে পুরভোটে নির্দল প্রার্থী? 'ওজন' বুঝিয়ে 'শাস্তি'র হুঁশিয়ারি ফিরহাদ হাকিমের

Last Updated:

Firhad Hakim: শুধু নিজের দল নয়, এদিন বিজেপির বিরুদ্ধেও সুর চড়িয়েছেন ফিরহাদ হাকিম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দল সতর্ক করার পরেও যারা পুরভোটে নির্দল হয়ে দাঁড়াচ্ছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে তৃণমূল। মঙ্গলবার এমনটাই হুঁশিয়ারি দিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি বলেন, ''দলের সিদ্ধান্ত খুবই কড়া হবে৷ তবে যারা নির্দল হিসাবে দাঁড়াচ্ছেন, তারা নিজেদের ওজন বুঝে যাবেন। মমতা বন্দোপাধ্যায়ের ছবি সরে গেলে কী হয়, সেটা ভোটের ফলেই বুঝতে পারবেন।''
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

তবে, শুধু নিজের দল নয়, এদিন বিজেপির বিরুদ্ধেও সুর চড়িয়েছেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, ''বিজেপির রাজনীতির স্বাভাবিক মৃত্যু হওয়ার সময় এসে গেছে। আস্তে আস্তে দেশ থেকে মুছে যাবে। কাঁথি পুরসভায় হারবে বলেই অধিকারী পরিবারের কেউ দাঁড়াতে চায়নি। শুভেন্দুর ভাইও তাই দাঁড়াল না।''

আরও পড়ুন: ৩ মার্চ মোদির বারাণসীতে যাবেন, অখিলেশকে পাশে বসিয়ে ঘোষণা মমতার

advertisement

ভোটে লড়ার টিকিট না পেয়ে তৃণমূল ত্যাগ করে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অনেকেই। সোনারপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের সভাপতি উত্তম দাস, তবে বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী। পুরনির্বাচনে দলের টিকিট না পেয়ে তৃণমূল ছাড়লেন উত্তর ২৪ পরগনার গোবরডাঙা পুরসভার বিদায়ী পুরপ্রধান সুভাষ দত্তও। বিভিন্ন জায়গায় তৃণমূলের কোন্দলও প্রকাশ্যে এসেছে।

advertisement

আরও পড়ুন: খড়গপুরে প্রার্থী তালিকায় চমক বিজেপির, বিধায়ক হিরণ প্রার্থী পুরভোটে

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

উল্লেখ্য, এর আগে কলকাতা পুরনিগম ভোটে তৃণমূলে থেকে অনেকেই নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন। এদের মধ্যে তিন জন নির্দল প্রার্থী হিসাবে জেতেন। নির্দল প্রার্থী হিসাবে জয়লাভের পর তাঁর তৃণমূলে যোগদানের ইচ্ছাপ্রকাশও করেছিলেন। কিন্তু তৃণমূল নেত্রী তাঁদের নিতে রাজি হননি। এবারে অবশ্য তৃণমূল ত্যাগ করেই ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন অনেকে। আর তাঁদের বিরুদ্ধেই এবার কড়া হুঁশিয়ারি দিলেন ফিরহাদ হাকিম।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Firhad Hakim: তৃণমূল ছেড়ে পুরভোটে নির্দল প্রার্থী? 'ওজন' বুঝিয়ে 'শাস্তি'র হুঁশিয়ারি ফিরহাদ হাকিমের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল