ফিরহাদের সংযোজন, ''আগের বছর পুজোতে ৪০ হাজার কোটি টাকার ব্যবসা ছিল। ৫ বছরের মধ্যে ১ লক্ষ কোটি টাকা হবে। ৫০ হাজার কোটি পুজোর কেনাকাটা আর ৫০ হাজার কোটি টাকা পর্যটন থেকে আসবে। বাংলায় দুর্গাপুজোকে কেন্দ্র করে এত বড় শো অ্যান্ড আর্ট কালচার দেখিনি, প্রচুর বিদেশি পর্যটক বলছিল। এই কার্নিভাল পৃথিবীর সব থেকে বড়। কারণ আজ কয়েক লক্ষ এলেন, আবার বিভিন্ন মাধ্যমে অনেকে দেখেছেন। তাই এতবড় কার্নিভাল যে আর নেই, আবার তা প্রমাণ করল।''
advertisement
আরও পড়ুন: টানা সাড়ে চার ঘণ্টা, কার্নিভালে চমক দিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়
প্রায় পাঁচ ঘণ্টা চলে পুজোর কার্নিভাল। বিকেল ৪ টে ৩০ মিনিট নাগাদ শুরু হয়েছিল। যখন শেষ হল তখন ঘড়ির কাঁটা ৯ টা ১০ মিনিট পেরিয়ে গিয়েছে। সেখানেই এবার ডান্ডিয়া খেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে নেমে সৌমিতৃষা কুণ্ডু, জুন মালিয়া, শুভ্রা চক্রবর্তীদের সঙ্গে ডান্ডিয়া খেললেন মুখ্যমন্ত্রী। কচিকাঁচাদের হাতে তুলে দেন উপহারও। শুধু তাই নয়, নাগাড়াও বাজান মুখ্যমন্ত্রী। অনেকক্ষণ পর মূল মঞ্চ থেকে নেমে নাগাড়া বাজান তিনি।
আরও পড়ুন: বাংলায় সেই দুর্যোগের ঘনঘটা, লক্ষ্মীপুজোতেও ঝেঁপে বৃষ্টি! বড় পূর্বাভাস হাওয়া অফিসের
প্রতি বছর পুজো শেষে এই কার্নিভ্যালের প্রতি একটা বাড়তি আকর্ষণ তৈরি হয়েছে কলকাতা ও সংলগ্ন অঞ্চলের মানুষজনেরা। এ যেন ‘শেষ হয়েও হইল না শেষ’। ২০১৯-এর পর দু’বছর কোভিডের জন্য এই মেগা কার্নিভাল আয়োজন করা যায়নি। তাই এবারের কার্নিভাল ঘিরে জাঁকজমক ছিল অনেক বেশি।