আত্মপক্ষ সমর্থনে ফিরহাদ এদিন বলেন, ''আমি কোন অনৈতিক কাজ করিনি। ববি হাকিম বলে বিরোধীদের বেশি গায়ে লাগছে। এলাকায় কে কী করছে, সেটা সবকিছু বিধায়কের জানার কথা নয়। আমার নাম ববি হাকিম বলেই কুৎসা বেশি রটাচ্ছে, কী করা যাবে আর।''
আরও পড়ুন: 'মমতা-অভিষেকের বড় দুর্নীতির তথ্য দেব', তারিখ জানালেন শুভেন্দু অধিকারী! তোলপাড় বাংলা
advertisement
এদিকে, শনিবার রাতেই গার্ডেনরিচে রহস্যমৃত্যু ঘটেছে ১৩৩ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রঞ্জিত শীলের ছেলে পিন্টু শীল। প্রাথমিক ভাবে আত্মহত্যার ঘটনা বলেই মনে করছে পুলিশ। সেই প্রসঙ্গেও এদিন মুখ খুলেছেন ফিরহাদ। বলেন, ''আত্মহত্যার প্রবণতা কেন বাড়ছে জানি না। কী কারনে আত্মহত্যা বুঝতে পারছি না। সব থেকে খারাপ লাগে আমাদের মত বুড়োরা বেঁচে আছে আর অল্প বয়সী ছেলেরা মারা যাচ্ছে। সেটাই সবথেকে খারাপ লাগার বিষয়।''
আরও পড়ুন: বড় দুর্নীতি ধরতে গিয়ে আক্রান্ত ইবি, দক্ষিণ ২৪ পরগনায় মারাত্মক হামলার শিকার
তবে, শনিবার গার্ডেনরিচের টাকা উদ্ধারের ঘটনা প্রসঙ্গে ফিরহাদ বলেছিলেন, 'আমার মনে হয়, বাংলার ভাবমূর্তিকে কালিমালিপ্ত করতেই এই আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে৷ এত অভিযান চলছে৷ যেখানে টাকা উদ্ধার হচ্ছে, অভিযোগের সত্যতা রয়েছে, সেখানে ঠিক আছে৷ কিন্তু তা বাদ দিয়ে এত অভিযান করে ব্যবসায়ীদের বার্তা দেওয়া হচ্ছে, বাংলায় ব্যবসা বিনিয়োগ করতে যেও না৷ এই কারণেই চোদ্দ হাজার ব্যবসায়ী ভারত ছেড়ে বিদেশে চলে গিয়েছেন৷ এটা বাংলার অর্থনীতিকে ভেঙে দেওয়ার চক্রান্ত বলেই আমার মনে হচ্ছে৷' তাঁর বিধানসভা এলাকার ব্যবসায়ীর বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে বলে তার জবাবদিহি করতেও রাজি হননি পুরমন্ত্রী৷