এ দিন মেয়রের কাছে একটি অভিযোগ আসে৷ কলকাতা পুরসভা এলাকার মণীন্দ্র রোড থেকে এক সিনিয়র সিটিজেন এদিন প্রশ্ন করেন মেয়রের কাছে৷ তিনি বলেন, তিনি দোতলার মালিক হওয়া সত্ত্বেও তাঁকে রুফটপ বা ছাদ ব্যবহার করতে দেওয়া হচ্ছে না৷ টক টু মেয়র অনুষ্ঠানে সেই প্রশ্নের উত্তরে মেয়র বিস্তারিত জানান৷ তিনি বলেন, অনেক জায়গাতেই ছাদের উপর রেস্তোরাঁ, কোথাও খেলার জায়গা করা হচ্ছে। কিন্তু ছাত তো কমন এরিয়া! সবার ব্যবহারের জন্য। আগুন লাগলে সবথেকে বেশি প্রয়োজন হয়। এইরকম এলাকায় কোন নির্মাণ করা ঝুঁকির শামিল।
advertisement
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেয়র বলেন, আমার নিজের ওয়ার্ড থেকেও এই ধরনের অভিযোগ এসেছে। এবার থেকে পুরসভা স্ট্যাম্প দিয়ে লিখে দেবে (রুফটপ) ছাদ কোন নির্মাণ কাজে ব্যবহার করা যাবে না। কিছু অসাধু প্রোমোটার অন্যায় ভাবে এটা করছেন বলেই মেয়র মন্তব্য করেন। এই প্রসঙ্গে মেয়র স্টিফেন কোর্টের কথা মনে করিয়ে দেন।
এর আগে হুক্কা বার নিয়ম তৎপর হয়েছিল কলকাতা পৌরসভা। মেয়র নিজেই সে কথা জানিয়ে বলেন, হুক্কা বার নিয়ে চেষ্টা করেছিলাম কিন্তু আদালতের নির্দেশে মেনে নিতে হয়েছিল। এক্ষেত্রেও জানিনা কি হবে তবে চেষ্টা করে যাবো।