একদিনে দশ দশটি FIR...! হাইকোর্টে 'স্বস্তি' পেলেন বিজেপি নেতা অর্জুন সিং, কী নির্দেশ দিল আদালত?
- Reported by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Arjun Singh: অবশেষে হাইকোর্টে স্বস্তি অর্জুন সিং-এর। গত ১০ সেপ্টেম্বর ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একদিনে মোট ১০টি এফআইআর দায়ের হয়।
advertisement
1/5

অবশেষে হাইকোর্টে স্বস্তি অর্জুন সিং-এর। গত ১০ সেপ্টেম্বর ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একদিনে মোট ১০টি এফআইআর দায়ের হয়। এছাড়াও, সাম্প্রতিক কালে আরও নানা ইস্যুতে ব্যারাকপুুর পুলিশ কমিশনারেটের একাধিক থানায় মোট ৫৬টি অভিযোগ দায়ের হয়েছে বিজেপি নেতার বিরুদ্ধে। তবে এই মামলায় এখনই গ্রেফতারের মতো বড় পদক্ষেপ নয় বলেই জানিয়ে দিল হাইকোর্ট।
advertisement
2/5
বিচারপতি শম্পা দত্ত পালের ডিভিশন বেঞ্চের তরফে মঙ্গলবার স্পষ্ট নির্দেশ দেওয়া হয় এই মামলার কোনোটিতেই এই মুহূর্তে গ্রেফতারের মতো কোনও কড়া পদক্ষেপ নয়। কার্যত মঙ্গলবার পুলিশি গ্রেফতারি থেকে বিজেপি নেতাকে ‘রক্ষা’ করল কলকাতা হাইকোর্ট। আদালত সাফ জানিয়ে দিয়েছে এই নিয়ে কোনও পদক্ষেপ করা যাবে না! অর্থাৎ আপাতত দশ দশটি মামলায়র ধাক্কায় হাইকোর্টের কাছে ‘রক্ষাকবচ’ পেলেন অর্জুন।
advertisement
3/5
প্রসঙ্গত, সম্প্রতি নেপালে হওয়া গণঅভ্যুত্থান নিয়ে বলতে গিয়ে বাংলা প্রসঙ্গ টেনে ছিলেন অর্জুন সিং। হিমালয়ের কোলের ওই ছোট্ট দেশটির মতোই বাংলাকেও উত্তাল হতে হবে বলে দাবি করেছিলেন তিনি। দাবি করেছিলেন সরকার ফেলে দেওয়ারও। এরপরেই ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১০টি লিখিত অভিযোগ দায়ের হয়।
advertisement
4/5
এছাড়াও, এই সময়কালে আরও নানা ইস্যুতে ব্যারাকপুুর পুলিশ কমিশনারেটের একাধিক থানায় মোট ৫৬টি অভিযোগ দায়ের হয়। সম্প্রতি সেই FIR-গুলির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন অর্জুন সিং। বিচারপতি শম্পা দত্তের বেঞ্চে ওঠে মামলা। মঙ্গলবারই ছিল এই মামলার শুনানি।
advertisement
5/5
শুনানিতে আপাতত অর্জুন সিংয়ের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না বলে স্পষ্ট নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি শম্পা দত্ত জানিয়ে দিয়েছেন, বিজেপি নেতার বিরুদ্ধে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত বিভিন্ন থানায় দায়ের হওয়া FIR-র ভিত্তিতে আগামী ১০ই নভেম্বর পর্যন্ত কোনও পদক্ষেপ করা যাবে না। ওই দিনই আবার মামলার পরবর্তী শুনানি। অর্থাৎ ততদিন পর্যন্ত 'স্বস্তিতে' অর্জুন সিং।