আরও পড়ুনঃ ১৪ অক্টোবর, ২০২৫- কেমন যাবে আজকের প্রেমজীবন, জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
লঙ্কার গুঁড়োর প্যাকেট ও স্প্রে হাতে নিয়ে বিজেপি কর্মীরা করুণাময়ী আটো স্ট্যান্ড, করুণাময়ী মেট্রো স্টেশনে বিক্ষোভ দেখায়। আগত মহিলাদের হাতে তুলে দেওয়া হয় এই লঙ্কার গুঁড়ো প্যাকেট ও স্প্রে।কৌশিক বিশ্বাস (বিধান মন্ডল প্রেসিডেন্ট ) জানান, ‘সাধারণ জনগণ ও মহিলাদের জন্য সচেতনতার জন্য অপারেশন লাল মিরচ শুরু করেছে। প্রত্যেক মহিলাকে লাল মিরচ ও পেপার স্প্রে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’
advertisement
তাঁরা যাতে নিজেদের কাছে সেফটির জন্য রাখতে পরে, বিভিন্ন জায়গায় মহিলারা নির্যাতিত হচ্ছে এবং ধর্ষণের সংখ্যা যে ভাবে বাড়ছে তাতে বেসিক সেফটি প্রভাইড করা উচিৎ। যখন প্রশাসন ফেল হচ্ছে তখন রাস্তায় নেমে যেটুকু পারছে সেটুকু করছে। মানুষের সাথে ও পাশে দারোনোর চেষ্টা করছে। এটায় অপারেশন লাল মিরচ।