TRENDING:

BJP: মহিলাদের হাতে লঙ্কার গুঁড়ো দিয়ে অভিনব প্রতিবাদ! বেসিক সেফটি প্রভাইড করা উচিৎ দাবি বিজেপির

Last Updated:

BJP: মহিলাদের হাতে লঙ্কার গুঁড়ো দিয়ে অভিনব প্রতিবাদ বিজেপির। করুণাময়ীতে এই ভাবেই প্রতিবাদ জানালো বিজেপি। যে প্রতিবাদের নাম দিয়েছেন অপারেশন লাল মিরচ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ মহিলাদের হাতে লঙ্কার গুঁড়ো দিয়ে অভিনব প্রতিবাদ বিজেপির। করুণাময়ীতে এই ভাবেই প্রতিবাদ জানালো বিজেপি। যে প্রতিবাদের নাম দিয়েছেন অপারেশন লাল মিরচ। দুর্গাপুরে ধর্ষণের প্রতিবাদে মঙ্গলবার সকালে পথে নামে বিধান নগর বিজেপি।
News18
News18
advertisement

আরও পড়ুনঃ ১৪ অক্টোবর, ২০২৫- কেমন যাবে আজকের প্রেমজীবন, জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

লঙ্কার গুঁড়োর প্যাকেট ও স্প্রে হাতে নিয়ে বিজেপি কর্মীরা করুণাময়ী আটো স্ট্যান্ড, করুণাময়ী মেট্রো স্টেশনে বিক্ষোভ দেখায়। আগত মহিলাদের হাতে তুলে দেওয়া হয় এই লঙ্কার গুঁড়ো প্যাকেট ও স্প্রে।কৌশিক বিশ্বাস (বিধান মন্ডল প্রেসিডেন্ট ) জানান, ‘সাধারণ জনগণ ও মহিলাদের জন্য সচেতনতার জন্য অপারেশন লাল মিরচ শুরু করেছে। প্রত্যেক মহিলাকে লাল মিরচ ও পেপার স্প্রে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ট্রেন, ফ্লাইট বুকিং করার দরকার নেই! রামেশ্বরম দর্শন হোক ঘরের কাছে! কোথায় রয়েছে এই সুযোগ?
আরও দেখুন

তাঁরা যাতে নিজেদের কাছে সেফটির জন্য রাখতে পরে, বিভিন্ন জায়গায় মহিলারা নির্যাতিত হচ্ছে এবং ধর্ষণের সংখ্যা যে ভাবে বাড়ছে তাতে বেসিক সেফটি প্রভাইড করা উচিৎ। যখন প্রশাসন ফেল হচ্ছে তখন রাস্তায় নেমে যেটুকু পারছে সেটুকু করছে। মানুষের সাথে ও পাশে দারোনোর চেষ্টা করছে। এটায় অপারেশন লাল মিরচ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
BJP: মহিলাদের হাতে লঙ্কার গুঁড়ো দিয়ে অভিনব প্রতিবাদ! বেসিক সেফটি প্রভাইড করা উচিৎ দাবি বিজেপির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল