ফিরহাদ বললেন, 'রাজ্যপালের বিশ্বাস রাখা উচিত একজন অত্যন্ত বলিষ্ঠ মুখ্যমন্ত্রী আছেন আমদের রাজ্যে।' পাশাপাশি দিনহাটার বিজেপি সাংসদ ও দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপরেই যাবতীয় হামলার ঘটনার দায় ঠেললেন ফিরহাদ হাকিম।
সম্প্রতি দিনহাটার সাংসদ নিশীথ প্রামাণিকের কনভয়ের উপর হামলা ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে ঘটনাস্থল। সংঘর্ষ বাঁধে তৃণমূল-বিজেপি দুই দলের মধ্যে। মন্ত্রীর গাড়ির কাঁচ ভাঙা হয়। রীতিমতো আক্রান্ত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এই বিষয় নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গঠিত একটি দল। এরপর রাজভবনের তরফে এই ঘটনার তীব্র নিন্দা করে কড়া বিবৃতি জারি করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নবান্নের থেকে এই হামলার বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছেন রাজ্যপাল।
advertisement
রাজভবন থেকে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, বিভিন্ন মহল থেকে ৩৫৫ ধারা জারির আবেদন করা হয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা অবনতি হলে রাজ্যপাল নীরব দর্শক থাকতে পারেন না।
এই প্রসঙ্গে তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, 'প্রথমে নিশীথ প্রামাণিক বিজেপির লোকজন নিয়ে তৃণমূল পার্টি অফিসে হামলা চালিয়েছেন। সেটা না করলে এমনিই চলে যেতে পারতেন। এই ছোট ছোট ঘটনা গুলোতে রাজ্যপালের বিশ্বাস রাখা উচিত যে রাজ্যে একজন বলিষ্ঠ মুখ্যমন্ত্রী আছেন। যিনি মানুষের ভোটে জিতে এসেছেন তিন-তিন বার। বাংলার মানুষ তাঁকে বিশ্বাস করে। মুখ্যমন্ত্রী হিসেবে দেশের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীদের অন্যতম তিনি। তার উপর বিশ্বাস রেখে রাজ্যপালের নিশ্চিন্তে থাকা উচিত।'
ফিরহাদ আরও বলেন, 'উনি নতুন এসেছেন উনি জানেন না। ব্যাপারটা হল যারা রাজ্যকে উত্তপ্ত করে, তাদেরই কিছু নেতা রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন। রাজ্যপাল অত্যন্ত শিক্ষিত মানুষ। প্রশাসনে অনেক দিন ধরে ছিলেন। উনি যেন প্রভাবিত না হন। যেটা ন্যায় সেটা ন্যায় আর যেটা অন্যায় সেটা অন্যায়।'