TRENDING:

Firhad Hakim: রাজ্যে বিনিয়োগের জোয়ার আসছে, জানালেন ফিরহাদ হাকিম

Last Updated:

শনিবার রাজ্য মন্ত্রিসভার সদস্য ও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, 'রাজ্যে বিনিয়োগের জোয়ার হবে।'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজ্যে বিনিয়োগ, কর্মসংস্থান নিয়ে শাসক তৃণমূলকে বরাবরই কটাক্ষ করে এসেছে বিরোধীরা। সিঙ্গুর থেকে ন্যানো গাড়ির কারখানা চলে যাওয়ার দায় তৃণমূলের ঘাড়ে চাপিয়ে শাসক দলকে রাজনৈতিক ভাবে চাপে রাখার কৌশলও নিয়ে থাকে তাঁরা। সেই জায়গায় দাঁড়িয়ে শনিবার রাজ্য মন্ত্রিসভার সদস্য ও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, 'রাজ্যে বিনিয়োগের জোয়ার হবে।'
advertisement

কলকাতার নেতাজি ইনডোরে কলকাতা প্ল্যানার আয়োজন করেছে কেরিয়ার ফেয়ার 'এডুকেশন ইন্টারফেস'। তিনদিন ধরে চলবে এই ফেয়ার। শনিবার এই কেরিয়ার ফেয়ারের সূচনা হয়। উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম, সেখানে বক্তব্য পেশ করতে গিয়ে তিনি বলেন, ' রাজ্যে অনেক উন্নয়ন হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এসেছে। সাধারণ শিক্ষার পরিবর্তন হয়েছে। এখন কারিগরি শিক্ষার দিকে ঝোঁক বেড়েছে। যারা বড় স্কুলে যেতে পারে না অথচ মেধা আছে। তাঁদের জন্য 'মাস কাউন্সিলিং' দরকার। নার্সিং এর চাহিদা বাড়ছে বিশ্ব বাজারে। প্যারামেডিক্যাল-এর চাহিদা বাড়ছে। বিএসসি বিএড এর মতো শিক্ষারও দাম আছে। রাজ্যকে অনেকে হেয় করার চেষ্টা করে। আমি বলি, এখন সময় আসছে এখানে, সুযোগ আসছে। এখানে ছাড়া অন্য কোথাও সেই সুযোগ আর নেই। এখানে জোয়ার আসছে। বিনিয়োগ কোনও ম্যাজিক নয়। যে ডেকরেটর কে বললাম আর তৈরি হয়ে গেল।'

advertisement

একই সঙ্গে বামেদেরও এক হাত নেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, ' আপনারা শেষ করে দিয়ে গিয়েছিলেন। এক হাজার টাকার বাজার করতে গেলেও ঘুরতে হয়। লাল পতাকা দিয়ে যেভাবে ট্রেন বন্ধ করা হয়েছে। তেমনই বিনিয়োগে লাল পতাকা এসে যাবে সেই ভয় ছিলো। এখন সবাই দেখছে স্থায়ী সরকার। বিনিয়োগ আসছে। প্রথম পাঁচ বছর লেগেছিলো পরিকাঠামো তৈরি করতে। পরের পাঁচ বছর সোশ্যাল ইনফ্রাসটাকচার তৈরি হতে। এই বারে হবে বিনিয়োগ।'

advertisement

তৃণমূলের আন্দোলনের ফলে রাজ্য থেকে শিল্প চলে গিয়েছে। ভুল বার্তা গিয়েছে দেশের বিনিয়োগকারীদের মধ্যে। আর বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না। সুতরাং চাকরি পেতে গেলে এই সরকারকে সরাতে হবে। নতুন সরকার এলেই বেকার যুবকদের স্বপ্ন পূরণ হবে। এই বক্তব্যকে সামনে রেখেই গত বিধানসভা নির্বাচনে নেমেছিল বাম ও বিজেপি। একধাপ এগিয়ে 'ফ্যাক্টরি ওহি বানায়েঙ্গে' বলে প্রচারও চালিয়েছিলো সিপিএম। নির্বাচনে জিততে না পারলেও বিনিয়োগের প্রশ্নে অবস্থান বদলায়নি বিরোধীদের। ফিরহাদ হাকিমের এই বক্তব্য তারই জবাব বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

UJJAL ROY

বাংলা খবর/ খবর/কলকাতা/
Firhad Hakim: রাজ্যে বিনিয়োগের জোয়ার আসছে, জানালেন ফিরহাদ হাকিম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল