মেয়রের অভিযোগ পুকুর ভরাতে শহর কলকাতায় ব্যবহার করা হচ্ছে ভাঙা বাড়ির রাবিশ। যা আইনত দণ্ডনীয়। এরপরেই ১৪ নং বোরোতে প্রশাসনিক বৈঠক করতে যাওয়ার পর এমনই এক রাবিশ ভর্তি লরিকে আটক করে কার্যত ক্ষোভে ফেটে পড়েছেন মেয়র ফিরহাদ হাকিম।
আরও পড়ুন: সংসদ হানায় চর্চায় এক জুতো, কী ছিল তার মধ্যে? শুনেই চমকে যাচ্ছে গোটা দেশ
advertisement
অভিযোগ করেছেন শুধু বেআইনি ভাবে রাবিশ বহন করাই নয়। দেখা যাচ্ছে আটক করা গাড়িগুলোর কোনও বৈধতাই নেই। মানে ১৫ বছরের পুরোনো। এমনকি বহু ক্ষেত্রে গাড়ির নম্বর প্লেট থাকে না বলেও অভিযোগ করেছেন মেয়র।
আরও পড়ুন: ‘আপনারা কিছু লুকোতে চাইছেন’, SSC-র ৫০০০ চাকরি বাতিল মামলায় বিরাট কাণ্ড হাইকোর্টে
এদিকে, মেয়রের এহেন ঘটনার পর কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ফেসবুকে লেখেন, ”মাননীয় মেয়র পুকুর বোজানোর জন্য মাটি বোঝাই লরি নিজেই ধরলেন,ধন্যবাদ। প্রশ্নটা হচ্ছে, পুকুর বোজাচ্ছে তো আপনার দলের কাউন্সিলররা, সেখানে আপনি কী করলেন?”