কেউ হাসপাতালে ভর্তি হতে পারছে না, তাকে হাসপাতালে নিয়ে গিয়ে হাসপাতালের সুপারকে অনুনয় বিনয় করে ভর্তি করানো থেকে পাড়ার যে কোনও কাজে 'ববি দা', সেই কারণে তিনি চেতলা এলাকায় ববিদা বলেই পরিচিত। শনিবার ইদের দিনের সকালে পুরনো সিক্ত স্মৃতি গুলো যেন মন ভিজিয়েছিল ববিদা-র। রাজনৈতিক ব্যক্তিত্ব হলেই যে তার শুধু খারাপ দিকগুলো থাকে, রাজনৈতিক ব্যক্তিত্ব হলেই যে, তিনি শুধুই খারাপ হবেন।সেটা কোনো ভাবে মানতে নারাজ ববিদা।
advertisement
আরও পড়ুন: রান্নায় যে হলুদ মেশাচ্ছেন, তা আসলে কী জানেন! যা ঘটছে, শুনলে খাওয়া ভুলে যাবেন
তিনি দাবি করেন, প্রত্যেকটা রাজনৈতিক নেতার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, মনের ভেতরে বাৎসল্যতা থেকে আরম্ভ করে সমস্ত স্নেহ আঙ্গিক ঘোরাফেরা করে। যখন অন্য কিছু চর্চায় চলে আসে, তখন যে তিনি ব্যথিত হন, সেটা বোঝালেন। তবে ইদের দিনের সকালের মন্ত্রী ফিরহাদ হাকিম সবার সঙ্গে ফিরে গিয়েছিলেন ঠিক যুবক কালের আঙিনায়। যে সময় রাজনৈতিক নেতা হওয়ার ইচ্ছে ছিল না। শুধু মানুষের কাছে যাওয়ার ইচ্ছা ছিল।
আরও পড়ুন: সিবিআই ফিরতেই তৃণমূল বিধায়কের বাড়িতে এ কী কাণ্ড! এল পাঁঠা, আঁতকে উঠল এলাকাবাসী
ইদের দিনে সবার কাছে যেমন আশীর্বাদ চাইলেন, তেমনই সবার শুভ কামনা করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।একবারও বলতে ভুললেন না, হারিয়ে যাওয়া বন্ধু, রাজনৈতিক বন্ধুদের কথা। তবে মানবিকতা হারিয়ে বাণিজ্যিক মন হয়েছে মানুষের। তড়িৎ গতির সিদ্ধান্তর বদলে বিবেচনাধীন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম।