কড়া নিরাপত্তায় মোড়া হয়েছে কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের বাড়ি। ফিরহাদ হাকিমের আইনজীবী গোপাল হালদারও রয়েছেন। তিনি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জানান যে তিনি আইনজীবী। কিন্তু তারপরেও ভিতর থেকে অনুমতি না আসায় ঢুকতে দেওয়া হয়নি বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুন: দমদম পুরসভার চেয়ারম্যানকে তোলা হল সিবিআই-এর গাড়িতে, গেলেন কোথায়? জল্পনার অবসান
advertisement
তৃণমূল নেতা তথা মন্ত্রীর অনুগামীরা বিক্ষোভ প্রদর্শন করলেও পরিস্থিতি এখন কিছুটা শান্ত হয়েছে। সূত্রের খবর, রবিবার নিজাম প্যালেসে সকালে ছিল তৎপরতার ছবি। সেখান থেকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে চেতলায় আসেন সিবিআইয়ের উচ্চপদস্থ আধিকারিকরা। এই মুহূর্তে চেতলা অগ্রণী ক্লাবের পাশে মেয়রের বাড়ি যেন কার্যত দুর্গের চেহারা নিয়েছে। ফিরহাদ হাকিমের অনুগামীরা অনেকেই বলেছেন, এটি বিজেপির কাজ। বাইরে থেকে নথি ঢুকিয়ে তৃণমূল নেতাকে কলুষিত করার চেষ্টা করা হচ্ছে। সেই মর্মে স্লোগানও তোলে তাঁরা।
আরও পড়ুন: ‘কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার চাকরি দুর্নীতিতে যুক্ত’, পোস্টারে কালি লেপে দিলেন বিজেপি কর্মীরাই!
যদিও সূত্র মারফত জানা যাচ্ছে, পুর নিয়োগ দুর্নীতির তদন্তের বেশ কিছু তথ্য জানতেই মেয়রের বাড়িতে এসেছেন সিবিআইয়ের আধিকারিকরা। তল্লাশিও চলছে সেই সূত্রেই। এদিকে, ফিরহাদের বাড়িতে পৌঁছেছে ফিরহাদ-কন্যা প্রিয়দর্শিনী হাকিম। কিন্তু তাঁকেও বাড়িতে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না কেন্দ্রীয় বাহিনীর তরফে, এমনটাই অভিযোগ। তবে, দীর্ঘ টালবাহানার পর তাঁকে বাবার কাছে যেতে অনুমতি দেওয়া হয়েছে বলে খবর।