এদিন ফিরহাদ বলেন, ‘‘ইনডোরে মিটিং হয়েছিল। মুখ্যমন্ত্রী বলেছিলেন আপনাদের হয়ে যা ব্যবস্থা করার আমি করব। সেই বিশ্বাসটা রাখলেই হয়ে যেত। এত গন্ডগোলের দরকার ছিল না। বেশিরভাগ মানুষই চলে গেছে। যারা টিভিতে মুখ দেখাতে চায় তারাই ওখানে বসে আছে।’’
advertisement
মন্ত্রী ফিরহাদের দাবি, সেই সময়কার যারা যোগ্য তাঁরা অনেকেই চলে গেছেন। যাঁরা বিপদে ফেলে দিয়েছিলেন তাঁরাই আবার প্ররোচনা দিয়ে বিপদে ফেলছেন। তিনি বলেন, ‘‘যখন সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন যাবে, তখন যদি কেউ বলে শিক্ষকরা আন্দোলন করছে তখন তো তাদের বিপদ আরও বেশি হবে। এই ভাবে মানুষের উপর অত্যাচার, এটা আন্দোলন হতে পারে না।’’
ফিরহাদের পরামর্শ, ‘‘যদি দুর্নীতির কারণে হয় সেটা সুপ্রিম কোর্টের আছে। সুপ্রিম কোর্টের যে বিচার দিয়েছে সেটা বদলাতে পারে সুপ্রিম কোর্টই। বিকাশ ভবনে আন্দোলন করে তা বদলানো যায় না। এটা নাটক হচ্ছে। আমরা সহানুভূতির সঙ্গে দেখছি। যারা প্ররোচিত করেছে তাদের পা দিয়ে আবার নাটক করছে। এটা আন্দোলন হচ্ছে? প্ররোচনা দিয়ে যারা আন্দোলন করছে তারাই করছে।’’