এমনিতেই লোকাল ট্রেন বন্ধ৷ তার উপর লোকসানের অভিযোগে অনেক বেসরকারি বাসের মালিকই পথে বাস নামাচ্ছেন না৷ এই অবস্থায় সরকারি বাসই একমাত্র ভরসা সাধারণ মানুষের৷ যদিও কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে পঞ্চাশ শতাংশ সরকারি গণ পরিবহণ চালানো হবে৷ ফিরহাদ হাকিম অবশ্য এ দিন জানিয়েছেন, রাস্তায় বেরিয়ে মানুষকে যাতে বাস না পেয়ে হয়রান না হতে হয়, সে বিষয়টি দেখার জন্য তিনি নির্দেশ দিয়েছেন৷ বিশেষত ব্যস্ত সময়ে প্রয়োজনে বেশি সরকারি বাস চালানো হবে৷
advertisement
দীর্ঘিদিন ধরেই ভাড়া বৃদ্ধির দাবিতে সরব বাস মালিকরা৷ জ্বালানির বিপুল দামের ধাক্কায় সরকারি নিগমগুলিও রীতিমতো হাঁসফাঁস করছে৷ সমস্যা সমাধানে বিদ্যুৎচালিত বাস বেশি করে চালানোর উপরে জোর দিয়েছেন মন্ত্রী৷ তবে তার জন্য আগে পর্যাপ্ত সংখ্যক রিচার্জ স্টেশন গড়ে তোলা প্রয়োজন বলে মেনে নিয়েছেন মন্ত্রী৷ বিদ্যুৎচালিত যানবাহনের জন্য আরও বেশি সংখ্যক রিচার্জ স্টেশন যাতে গড়ে তোলা যায়, তার জন্য পশ্চিমবঙ্গ পরিবহণ পরিকাঠামো উন্নয়ন নিগমকে ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছেন পরিবহণমন্ত্রী৷ পাশাপাশি ওভারলোডিং আটকাতেও কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম৷