ভিতরে থাকা সমস্ত কর্মী, ক্রেতা-বিক্রেতা ও মলে থাকা বিভিন্ন অফিস ফাঁকা করা হয়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়ে শপিং মলে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে। কীভাবে লাগল আগুন? দমকলের প্রাথমিক তদন্তে অনুমান, মলের তৃতীয় তলে একটি বইয়ের দোকানে আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে চারতলার ফুড কোর্টে। নিমেষে মলের ভিতরে কালো ধোঁয়ায় ভরে যায়।
advertisement
কয়েকদিন আগেই কলকাতার পার্ক স্ট্রিটে আগুন লেগেছিল। গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ অ্যালেন পার্কের উল্টো দিকে একটি বহুতলে হঠাৎই আগুন লাগে। পার্ক স্ট্রিট এবং ক্যামাক স্ট্রিটের ঠিক সংযোগস্থলেই ওই বহুতল। নাম পার্ক সেন্টার । ঠিকানা— ১/১ ক্যামাক স্ট্রিট।
আরও পড়ুন: দেশের সেরা ১০ মেডিক্যাল কলেজ: প্রথম স্থানে দিল্লির এইমস, তালিকায় ৩ বেসরকারি কলেজও! রইল খুঁটিনাটি
আগুন লাগে পার্ক সেন্টারের উপরের তলে। সেখানে একটি নাইট ক্লাব তথা রেস্তরাঁ ছিল। রেস্তরাঁর ভিতরে নানা দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। গোটা এলাকা ছেয়ে যায় কালো ধোঁয়ায়। তবে পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কেউ আহত বা জখম হননি। ভিতরে যাঁরা আটকে ছিলেন, তাঁদের নিরাপদে বাইরে বার করে আনা গিয়েছে।