পুজো উদ্যোক্তরা জানিয়েছেন, আজই প্রতিমা বিসর্জনের কথা ছিল। এদিন সকালে আগুন লাগার পরে ঘটনাস্থলে পৌঁছে যান দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি নিজে এসে ঘটনাস্থলে পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন। পুজোর কোথাও কোনও দুর্ঘটনা ঘটেনি, শেষে দ্বাদশীতে এসে এমন দুর্ঘটনা কেন ঘটল, তা এখনও স্পষ্ট করেননি মন্ত্রীও। তিনি জানিয়েছেন, এলাকায় সিসিটিভি ক্যামেরা রয়েছে,, পুলিশের ফরেন্সিক দলকে ডাকা হয়েছে, তাঁরা পুরো পরিস্থিতি খতিয়ে দেখবেন। তদন্ত শুরু হবে। তারপরেই বোঝা যাবে কেন আগুন লেগেছিল।
advertisement
পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন সকালে আগুন লাগার খবর পাওয়ার পরেই পুলিশ ও দমকলকে জানানো হয়। পাঁচ মিনিটের মধ্যে দমকল এলেও মণ্ডপটি বাঁচানো যায়নি। সেটি পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে ছাই হয়ে যায় প্রতিমাও। সেগুলি বাঁচানো যায়নি। তবে এই আগুন যাতে না ছড়িয়ে পড়ে, সেই দিকে নজর রেখে আগুন নেভানোর কাজ করছেন দমকলকর্মীরা।