প্রাথমিক অনুমান, আগুন ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকেই শুরু হয়েছে। তবে দমকল জানিয়েছে, ফরেন্সিক পরীক্ষা শেষেই আগুনের উৎস নিশ্চিতভাবে জানা যাবে।
বিহারে বিজেপির জয়ের নেপথ্যে রয়েছে বড় পরিকল্পনা! জুন মাস থেকে সবটা জেনে নিন
advertisement
বড়বাজারের এজরা স্ট্রিটে বৈদ্যুতিন সামগ্রীর দোকানে আগুন। আশপাশে বেশ কিছুটা এলাকা আগুন ছড়িয়ে পড়েছে বলেই জানা গিয়েছে। শনিবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। অগ্নিনির্বাপণ দফতরের শীর্ষ কর্তারা জানান, পুরোনো বাজার এলাকা হওয়ায় নিরাপত্তাজনিত ঝুঁকি বরাবরই বেশি থাকে এবং এই বিষয়ে আরও সতর্ক হওয়া জরুরি। তাঁদের বক্তব্য, ফায়ার অডিট এবং চেকিং নিয়মিত করা হলেও সচেতনতার অভাব থেকেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। আগুন যাতে আবার কোথাও ছড়িয়ে না পড়ে, সেই কারণে পকেট ফায়ার খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, আগুনের পেছনে চক্রান্ত থাকতে পারে। পাশের দোকানের কর্মী মহম্মদ ইফতেকার জানান, সুরেশ কুমার ডাগা নামে এক দোকানমালিক দীর্ঘদিন ধরেই তাঁদের দোকান ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিতেন। তাঁর অভিযোগ, ‘‘ওই ব্যক্তি বারবার বলত দোকান ছেড়ে না দিলে আগুন লাগিয়ে দেবে। আমরা এফআইআর করব।’’
