দ্রুত দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়। জানা যায়, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ভিতর চিকিৎসকদের যে ঘর, যেটি বন্ধ ছিল, সেই ঘরে একটি wall-mounted বা দেয়ালে লাগানো ফ্যানের ক্যাপাসিটর পুড়ে গিয়ে ধোঁয়া বের হতে থাকে। যদিও কোন বড়োসড়ো দুর্ঘটনা ঘটেনি। কারণ হাসপাতালের নিজস্ব যে অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকে, তার সাহায্যেই আগুন এবং ধোঁয়া নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। বাইরে থেকে দমকল কর্মীরা কাজ শুরু করার আগেই পরিস্থিতি সামাল দেওয়া হয়।
advertisement
এম আর বাঙ্গুর হাসপাতাল এর সুপার ডঃ শিশির নস্কর জানান, ' খুব সামান্য ঘটনা। কোনও রোগীর কোনও ক্ষতি হয়নি। একটা দেওয়াল ফ্যান থেকে ধোঁয়া বেরিয়ে সমস্যা হয়েছিল। হাসপাতাল কর্মীরাই নিয়ন্ত্রণে আনেন পরিস্থিতি।' অন্যদিকে হাসপাতালে অপেক্ষমান গড়িয়ার বাসিন্দা রাজীব বিশ্বাস বলেন,' ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। এমনিতেই স্ত্রী ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন থাকায় সারাদিন কী জানি কী হয় অবস্থা! তার উপরে এ দিন হঠাৎ করে ধোঁয়া বেরোতে দেখে খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। হাসপাতালে এসি ফ্যান লাইট এগুলোকে বিশেষ করে নজরদারিতে রাখা উচিত কর্তৃপক্ষের। আজ বড়োসড়ো বিপদ ঘটতে পারত!'