জানা গিয়েছে, সন্ধে সাড়ে ৭টা নাগাদ শিয়ালদহ থেকে ছেড়ে যায় আপ কল্যাণী সীমান্ত লোকাল ট্রেন। এর পরই ট্রেনের প্যানেল বোর্ডে আগুন দেখা যায়। ততক্ষণে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর পরই দমদমে দাঁড়িয়ে পড়ে কল্যাণী সীমান্ত লোকাল। আতঙ্কের জেরে বহু যাত্রী মাঝপথেই নেমে পড়েন। ট্রেন থেকে আচমকা ধোঁয়া বেরোতে শুরু করে। ফলে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। ট্রেনটি প্রায় আধ ঘণ্টারও বেশি সময় ধরে দাঁড়িয়ে দমদমে।
advertisement
আরও পড়ুন- কথা রাখেনি নিজেরই দল, বিজেপিকে অস্বস্তিতে ফেলে বিধানসভায় অবস্থানে পদ্ম বিধায়ক
কী কারণে ট্রেনের প্যানেল বোর্ডে আগুনের ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাটি ঘটেছে পিছনের দিকের কামরায়। আতঙ্কে অনেক যাত্রী হুড়মুড়িয়ে ট্রেন থেকে নামতে শুরু করেন। রেলের আরপিএফ, জিআরপি ও আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন। আপ লাইনে আপাতত ট্রেন চলাচল বন্ধ বলেই জানা যাচ্ছে।
অনুপ চক্রবর্তী