TRENDING:

Fire Accident in Sealdah ESI Hospital: শিয়ালদহ ESI হাসপাতালে ভয়াবহ আগুন, দমবন্ধ হয়ে ১ রোগীর মৃত্যু! দাবি পরিবারের

Last Updated:

Fire Accident in Sealdah ESI Hospital: অনুমান করা হচ্ছে পোস্ট অপারেটিভ এইচডিইউ এবং পাশেই অপারেশন থিয়েটার পুরোটাই ভস্মীভূত হয়ে গিয়েছে। ধোঁয়ায় দমবন্ধ হয়ে এক রোগীর মৃত্যুর দাবি পরিবারের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শিয়ালদহ ইএসআই হাসপাতালে আগুন। শুক্রবার সকালে দোতলায় পোস্ট অপারেটিভ এইচডি থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। আগুন গোটা তলায় ছড়িয়ে পরে। অনুমান করা হচ্ছে পোস্ট অপারেটিভ এইচডিইউ এবং পাশেই অপারেশন থিয়েটার পুরোটাই ভস্মীভূত হয়ে গিয়েছে। ধোঁয়ায় দমবন্ধ হয়ে এক রোগীর মৃত্যুর দাবি পরিবারের।
শিয়ালদহ ESI হাসপাতালে ভয়াবহ আগুন
শিয়ালদহ ESI হাসপাতালে ভয়াবহ আগুন
advertisement

হাসপাতালে ৮০ জন রোগী ছিলেন। দু’জন আশঙ্কাজনক ক্যানসারের রোগীকে মানিকতলা ইএসআই হাসপাতালে সরানো হয়েছে। অপারেশন থিয়েটারের সংস্কারের কাজ চলছিল। রোগীদের মানিকতলা হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, তাদের সঙ্গে কথাবার্তা বলা হচ্ছে। তাদেরকে আশ্বস্ত করা হচ্ছে।

আরও পড়ুন: বদলে গেল রিজার্ভেশনের নিয়ম, কতদিন আগে কাটলে কনফার্ম টিকিট মিলবে? রেলের বড় ঘোষণা

advertisement

শিয়ালদহ ইএসআই হাসপাতালের দোতলায় মেল সার্জিক্যাল বিভাগে ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। সাতটার মধ্যে ফায়ার কন্ট্রোলে এসে যায়। দমকলের দশটি ইঞ্জিন যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সেই সঙ্গে ধুয়া বার করার বিশেষ যন্ত্র ব্যবহার করা হয়েছিল।

advertisement

আরও পড়ুন: দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন, হলদে-নোংরা দাঁত পরিষ্কার করার সহজ উপায় জানুন! ঝকঝক করবে হাসি

মেল ওয়ার্ডের প্রায় ৮০ জন পেশেন্ট সে সময় ভর্তি ছিলেন। তাঁদেরকে তড়িঘড়ি স্থানান্তরিত করা হয় ইমার্জেন্সি বিল্ডিংয়ের নিচের তলায়। খবর পেয়ে এই ঘটনাস্থলে ছুটে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু-সহ দমকলের উচ্চপদস্থ আধিকারিকেরা। অনুমান যে শর্ট-সার্কিট থেকেই এই গোটা অগ্নিকাণ্ডের সূত্রপাত। ফরেনসিক বিশেষজ্ঞকে দিয়ে ও আগুনের কারণ খতিয়ে দেখা হবে। মেল ওয়ার্ডে ভর্তি রোগীদের সকলের অবস্থা স্থিতিশীল। কেবলমাত্র একজন ক্যানসার পেশেন্টের শারীরিক অবস্থার একটু অবনতি ঘটেছে বলে দাবি করেছেন দমকলমন্ত্রী সুজিত বসু। যে সমস্ত রোগীদের মেল ওয়ার্ড থেকে ইমারজেন্সিতে নিয়ে আসা হয়েছে তাঁদের সঙ্গে দেখা করে কথা বলেন দমকল মন্ত্রী নিজে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিশ্বজিৎ সাহা

বাংলা খবর/ খবর/কলকাতা/
Fire Accident in Sealdah ESI Hospital: শিয়ালদহ ESI হাসপাতালে ভয়াবহ আগুন, দমবন্ধ হয়ে ১ রোগীর মৃত্যু! দাবি পরিবারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল