রোদ্দুর রায়ের লেখা ও গাওয়া গান ঘিরে নানা সময়ে নানা বিতর্কে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। সম্প্রতি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে তাঁর গানের 'কলি' পিঠে লিখে বসন্তোৎসবে অংশগ্রহণ করে কিছু পড়ুয়া। তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় এবংপরে আটকও করা হয়। শেষে ক্ষমা চেয়ে নিলে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে এ'সব নিয়ে বিশেষ মাথাব্যথা নেই খোদ রোদ্দুর রায়ের। বিধিবদ্ধ সমাজ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন লড়াই শুরু করতে তিনি নাকি ব্যস্ত।
advertisement
জানা গিয়েছে, কলকাতায় জন্ম রোদ্দুর রায়ের। বর্তমানে তিনি দিল্লিবাসী। পূর্ব মেদিনীপুরের দেপালে রামনগর কলেজ থেকে স্নাতক হন। কখনও নিজের লেখা, কখনও কবিগুরুর গানে গালমন্দ জুড়েই চলছে তাঁর সঙ্গীতচর্চা ! গোগ্রাসে তাই গিলছে নেটিজেনরা !
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
March 10, 2020 5:15 PM IST