TRENDING:

B.Ed Colleges: বিতর্ক সঙ্গী করে অবশেষে তালা খুলল বিএড বিশ্ববিদ্যালয়ের! তবে ঢুকতে দেওয়া হবে না বাইরের কাউকে

Last Updated:

শুক্রবার থেকেই অনির্দিষ্টকালের বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশিকা জারি করা হয়েছিল। অবশেষে সোমবার থেকে খুলল বিএড বিশ্ববিদ্যালয়। তবে, বিশ্ববিদ্যালয় খুললেও কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে বিক্ষোভের আশঙ্কায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ অবশেষে সোমবার থেকে খুলল বিএড বিশ্ববিদ্যালয়। শুক্রবার অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশিকা দেওয়া হয়েছিল। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল বাইরে থেকে ক্রমাগত চাপ ও হুমকি দেওয়া হচ্ছে, তার পাশাপাশি বিশ্ববিদ্যালয় সম্পত্তি নষ্টের আশঙ্কাও প্রকাশ করা হয়েছিল ওই নির্দেশিকায়। অবশেষে সোমবার থেকে খুলল বিএড বিশ্ববিদ্যালয়। তবে, বিশ্ববিদ্যালয় খুললেও কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে বিক্ষোভের আশঙ্কায়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কলকাতা পুলিশের পাশাপাশি রাজ্যের মুখ্যসচিব, এমনকী রাজভবনকেও জানানো হয়েছিল বিশ্ববিদ্যালয়ে ক্রমাগত হুমকি আসছে। তার জেরে বিশ্ববিদ্যালয়ে  সোমবার থেকে আরও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
বিতর্ক সঙ্গী করে অবশেষে তালা খুলল বিএড বিশ্ববিদ্যালয়ের!
বিতর্ক সঙ্গী করে অবশেষে তালা খুলল বিএড বিশ্ববিদ্যালয়ের!
advertisement

আরও পড়ুনঃ রাজ্য সরকারের ছুটি…! ফের বড়দিনে টানা তিন দিন ছুটি! কবে খুলবে অফিস?

মূলত ২৫৩ টি বিএড কলেজের অনুমোদন বাতিল করা নিয়ে এই হুমকি বা চাপ বলেই বিশ্ববিদ্যালয়ের একাংশের দাবি। মূলত বিএড কলেজগুলির অনুমোদন বাতিল হওয়ার পর থেকেই লাগাতার বিশ্ববিদ্যালয়ের বালিগঞ্জ ক্যাম্পাসে অবস্থান বিক্ষোভ চলছে। মূলত বাতিল হওয়া কলেজগুলির সঙ্গে যুক্ত থাকা অধ্যাপক-অধ্যাপিকাদের লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই কেন বিশ্ববিদ্যালয় বন্ধ হবে তা নিয়ে প্রশ্ন তুলে সরকার মনোনীত বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল ও কোর্টের মনোনীত সদস্যরা প্রশ্ন তুলেছেন। এক্স কাউন্সিলের বৈঠক না করে কেন বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হল তা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, বিশ্ববিদ্যালয় বন্ধ করা নিয়ে শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আইনি পথের দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।

advertisement

সোমবার থেকে বিশ্ববিদ্যালয় খুলে দিলেও বাইরের কাউকে অবশ্য বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে এদিনও বাতিল হওয়া কলেজগুলির একাধিক অধ্যাপক-অধ্যাপিকা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। যদিও সোমবার রাজ্য সরকার মনোনীত এক্সিকিউটিভ কাউন্সিল ও কোর্টের মনোনীত সদস্যরা বিশ্ববিদ্যালয় আসার পাশাপাশি একাধিক সংগঠন বিশ্ববিদ্যালয় আসবেন বলে জানিয়েছেন। কী কারনে একাধিক কলেজের অনুমোদন বাতিল করা হয়েছে তা নিয়েই বিশ্ববিদ্যালয় আসবেন বলে জানা গেছে। প্রতিদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্য, রেজিস্ট্রোরের পাশাপাশি একাধিক আধিকারিকরা আসেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/কলকাতা/
B.Ed Colleges: বিতর্ক সঙ্গী করে অবশেষে তালা খুলল বিএড বিশ্ববিদ্যালয়ের! তবে ঢুকতে দেওয়া হবে না বাইরের কাউকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল