ছেলের আউট দেখে মাঠেই মৃত্যু বাবার। মঙ্গলবার মর্মান্তিক এই ঘটনার সাক্ষী ময়দান। টাউন মাঠে চলছিল দ্বিতীয় ডিভিশনের ম্যাচ। মুখোমুখি হয়েছিল সুবার্বন ও শরৎ সমিতি। সুবার্বনের হয়ে ৮০ রানে আউট হন তূর্য সাহা। মাঠেই হাজির থেকে ছেলের খেলা দেখছিলেন বাবা তুলসী সাহা। ছেলে আউট হতেই চেয়ার ছেড়ে উঠে ঝুঁকে পড়েন স্কোরবোর্ডের দিকে। তারপর আচমকা পড়ে যান। কয়েক মুহুর্তেই সব শেষ। এসএসকেএমে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে। ঘটনার আকষ্মিকতায় হতবাক ময়দান।
advertisement
মাত্র ৪৭ বছর বয়সে তুলসীবাবুর চলে যাওয়ার পিছনে অনেকে দায়ী করছেন হাই ব্লাড সুগারকে। যদিও পরিবারের মানুষজন এই মৃত্যুকে মানতে পারছেন না। সুবার্বনের কোচ সঞ্জয় বাগুই ঘটনার সময় মাঠেই হাজির ছিলেন। তাঁর দাবি, সবকিছুই ঘটে যায় কয়েক মিনিটের মধ্যে। কাউকে কোনও সুযোগই দেননি তুলসীবাবু।
ফিল হিউজ থেকে অঙ্কিত কেশরি। ক্রিকেট মাঠে এর আগেও বেশ কিছু মর্মান্তিক মৃত্যুর সাক্ষী থেকেছে ক্রিকেটমহল। কিন্তু ছেলের খেলা দেখতে এসে বাবার চলে যাওয়ার মতো ঘটনা বিরল। সন্ধ্যে নামতেই শোকের ছায়া সোদপুরের বাড়িতে। যে শোকের সাক্ষী কলকাতা ময়দানও।