এ দিন সকালেই মুম্বাই থেকে বিমানে কলকাতা বিমানবন্দরে পৌঁছন কেকে-র পরিবারের সদস্যরা৷ বিমানবন্দর থেকে সরাসরি সিএমআরআই হাসপাতালে পৌঁছন তাঁরা৷ পরিবারের সদস্যরা দেহ শনাক্ত করার পরই ময়নাতদন্তের জন্য মরদেহ এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
আরও পড়ুন: দ্বিগুনের বেশি ভিড়েই দমবন্ধ পরিস্থিতি, কাজ করেনি এসি! স্বীকার নজরুল মঞ্চের কর্মীর
advertisement
মৃতদেহের সঙ্গেই এসএসকেএম হাসপাতালে পৌঁছন কেকে-র পরিবারের সদস্যরাও৷ এসএসকেএম হাসপাতালে উপস্থিত রয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস৷ কিছুক্ষণের মধ্যেই ময়নাতদন্ত প্রক্রিয়া শুরু করা হবে৷
প্রয়াত গায়কের মৃত্যুতে ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে কলকাতা পুলিশ৷ ময়নাতদন্তের পরই কেকে-র মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে৷ ময়নাতদন্ত শেষ করে দ্রুত দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রয়াত শিল্পীকে গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানাবে রাজ্য সরকার৷