টেটের ফল প্রকাশের পরেই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছিল যে সাত দিনের মধ্যে অনলাইনে পরীক্ষায় উত্তীর্ণদের চাকরির জন্য আবেদন করতে হবে ৷ অনলাইনে যেসব পরীক্ষার্থীরা আবেদন করতে সক্ষম হয়েছিলেন, শুধুমাত্র তাঁদেরই ইন্টারভিউতে ডাকে পর্ষদ ৷ ৭ অক্টোবর ছিল অনলাইনে আবেদনের শেষ দিন ৷ সার্ভারের সমস্যায় ফর্মফিলাপে বেশ কিছু সমস্যার সম্মুখীন হন বহু পরীক্ষার্থী ৷ কেউ কেউ আবার পরীক্ষার ফি জমা দিতে সমস্যায় পড়েন ৷ পুজোর ছুটি চলায় পর্ষদ অফিসের সাহায্য নেওয়া সম্ভব হয়নি বলে অভিযোগ জানান অনেকে ৷ কিন্তু, এসমস্ত পরীক্ষার্থীদের আর সুযোগ না দিয়েই পর্ষদ জানিয়ে দেয়, পূর্বে উল্লেখিত সময়সীমায় যাঁরা আবেদন করেছেন, একমাত্র তাঁরাই ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন। এর ফলে রাজ্যের বিভিন্ন জেলায় বহু টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরাই ইন্টারভিউয়ে বসার সুযোগ হারান।
advertisement