TRENDING:

FakeNews Arrest: সোশ্যাল মিডিয়াতে ভুয়ো পোস্ট, সিআইডির হাতে গ্রেফতার ২

Last Updated:

সিআইডি সূত্রে খবর , এর পিছনে বড় কোনও চক্র আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে |

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নির্বাচনের পরবর্তী  হিংসার  ভুয়ো  ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার অভিযোগে সিআইডির হাতে গ্রেফতার  দুই |  ধৃতদের নাম, অর্ঘ্য সাহা ও আকাশ মন্ডল |  সোনারপুর  ও দেগঙ্গা দুটি পৃথক ঘটনায় সিআইডি সাইবার ক্রাইম বিভাগের  আধিকারিকরা  সুয়োমোটো  মামলা রুজু করে |  সোনারপুরের নতুনপল্লি  পূর্ব পাড়ার বাসিন্দা  অর্ঘ্যকে সিআইডি গ্রেফতার করেছে সোনারপুর  থেকে |  অভিযোগ সোশ্যাল মিডিয়াতে  একটি পুলিশের গাড়িতে  জনতার ভাঙচুরের  হিংসার ভুয়ো ছবি পোস্ট করেছিল অর্ঘ্য | সেই ঘটনার তদন্তে নেমে CID দেখে, ওই ঘটনা পশ্চিমবঙ্গের নয় |  ঘটনাটি একবছর আগে ওড়িশাতে ঘটেছিল |  সেই ছবি পশ্চিমবঙ্গের নাম করে ভুয়ো ছবি পোস্ট করার অভিযোগে অর্ঘ্যকে গ্রেফতার করা হয় |  সিআইডি সূত্রে খবর, অর্ঘ্য নরেন্দ্রপুরে  ভোকেশনাল  ট্রেনিং  আইটিআই ট্রেড  টার্নার | সে অখিল  ভারতীয়  বিদ্যার্থী  পরিষদের  সদস্য  |  সিআইডি ধৃতের থেকে মোবাইল ফোন বাজেয়াপ্ত  করেছে | গত  ৭মে সোনারপুরের সুয়োমোটো  মামলা রুজু করে সিআইডি |
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

অন্যদিকে দেগঙ্গা  এলাকায় সোশ্যাল মিডিয়াতে নির্বাচন পরবর্তী  হিংসার ভুয়ো ছবি পোস্ট করার অভিযোগে  গ্রেফতার করা হয়েছে আকাশ মণ্ডল নামে ২২  বছরের যুবককে | সিআইডি সূত্রে খবর, বারাকপুরে নামি ইঞ্জিনিয়ারিং কলেজের সিভিল ইঞ্জিনিয়ারের ছাত্র অশোক  |  বিজেপি  সমর্থক  বলে দাবি সিআইডির |  ধৃতের  থেকে মোবাইল  ফোন বাজেয়াপ্ত  করেছে সিআইডি |  সিআইডি সূত্রে খবর, আকাশ যে শিশুর মাথা ফাটার ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল তার  সঙ্গে পশ্চিমবঙ্গের কোনও শিশুর কোনও সম্পর্ক  নেই |  ওই ছবিটি  এক বছর আগে বাংলাদেশের  একটি পথদুর্ঘটনাতে ওই শিশুর আহত  হওয়ার  ছবি |  ওই  ভুয়ো ছবি পশ্চিমবঙ্গের বলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে আকাশ |  সেই অভিযোগের  ভিত্তিতে গ্রেফতার করে সিআইডি  |  গত ৬ মে  দেগঙ্গা  ঘটনায়  সুয়োমোটো  মামলা রুজু করে সিআইডি |

advertisement

সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল জানান, "ধৃতদের আলিপুর  আদালতে পেশ করা হলে ২১ মে  পর্যন্ত  জেল হেফাজতের নির্দেশ দেন  বিচারক |"  সিআইডি সূত্রে খবর, ধৃতদের  জেরা করে জানা গিয়েছে সোশ্যাল মিডিয়াতে  অধিকাংশ ভুয়ো  পোস্ট গুলি আদতে বাংলাদেশ, উত্তর প্রদেশ ও ওড়িশার ছিল | পশ্চিমবঙ্গের কোনও ছবি নয়, সব গুলি ভুয়ো পোস্ট | সিআইডি সূত্রে খবর , এর  পিছনে বড় কোনও চক্র  আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে | যারা এই টিনেজারদের  ব্রেন ওয়াস  করে সমাজে হিংসা ছাড়ানোর চেষ্টা করছে  | এই চক্রে কোনও বড় মাথা আছে কিনা খতিয়ে দেখছে সিআইডির  সাইবার ক্রাইম বিভাগের আধিকারিকরা |

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অপেক্ষার অবসান, কনকনে শীতে শুরু হয়ে গেল এবছরের পৌষমেলা! প্রথম দিনেই রেকর্ড ভিড়
আরও দেখুন

Arpita Hazra

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
FakeNews Arrest: সোশ্যাল মিডিয়াতে ভুয়ো পোস্ট, সিআইডির হাতে গ্রেফতার ২
Open in App
হোম
খবর
ফটো
লোকাল