অন্যদিকে দেগঙ্গা এলাকায় সোশ্যাল মিডিয়াতে নির্বাচন পরবর্তী হিংসার ভুয়ো ছবি পোস্ট করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে আকাশ মণ্ডল নামে ২২ বছরের যুবককে | সিআইডি সূত্রে খবর, বারাকপুরে নামি ইঞ্জিনিয়ারিং কলেজের সিভিল ইঞ্জিনিয়ারের ছাত্র অশোক | বিজেপি সমর্থক বলে দাবি সিআইডির | ধৃতের থেকে মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে সিআইডি | সিআইডি সূত্রে খবর, আকাশ যে শিশুর মাথা ফাটার ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল তার সঙ্গে পশ্চিমবঙ্গের কোনও শিশুর কোনও সম্পর্ক নেই | ওই ছবিটি এক বছর আগে বাংলাদেশের একটি পথদুর্ঘটনাতে ওই শিশুর আহত হওয়ার ছবি | ওই ভুয়ো ছবি পশ্চিমবঙ্গের বলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে আকাশ | সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে সিআইডি | গত ৬ মে দেগঙ্গা ঘটনায় সুয়োমোটো মামলা রুজু করে সিআইডি |
advertisement
সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল জানান, "ধৃতদের আলিপুর আদালতে পেশ করা হলে ২১ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক |" সিআইডি সূত্রে খবর, ধৃতদের জেরা করে জানা গিয়েছে সোশ্যাল মিডিয়াতে অধিকাংশ ভুয়ো পোস্ট গুলি আদতে বাংলাদেশ, উত্তর প্রদেশ ও ওড়িশার ছিল | পশ্চিমবঙ্গের কোনও ছবি নয়, সব গুলি ভুয়ো পোস্ট | সিআইডি সূত্রে খবর , এর পিছনে বড় কোনও চক্র আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে | যারা এই টিনেজারদের ব্রেন ওয়াস করে সমাজে হিংসা ছাড়ানোর চেষ্টা করছে | এই চক্রে কোনও বড় মাথা আছে কিনা খতিয়ে দেখছে সিআইডির সাইবার ক্রাইম বিভাগের আধিকারিকরা |
Arpita Hazra