TRENDING:

Fake Medicine: ফের শহরের বুকে জাল ওষুধের কারবার... একাধিক ওষুধ বাজেয়াপ্ত করল ড্রাগ কন্ট্রোল

Last Updated:

প্যানটোপ্রাজল, ডক্সিসাইক্লিন গ্রুপের ওষুধ বাজেয়াপ্ত করেন আধিকারিকেরা। ডক্টর রেড্ডি, অ্যাবট, সিপলার মতো নামি কোম্পানির ওষুধ ব্যান করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শহর থেকে জেলা, সর্বত্রই একের পর এক জাল ওষুধের খোঁজ। শেষ কয়েক মাসে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে রাজ্য ড্রাগ কন্ট্রোল এবং‌ ‘সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজ়েশন’ কয়েক লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করেছে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

প্যানটোপ্রাজল, ডক্সিসাইক্লিন গ্রুপের ওষুধ বাজেয়াপ্ত করেন আধিকারিকেরা। ডক্টর রেড্ডি, অ্যাবট, সিপলার মতো নামি কোম্পানির ওষুধ ব্যান করা হয়। বেশ কিছু ওষুধ শিডিউল এইচ টু ড্রাগ। তবে স্ক্যান করে সঠিক তথ্য পাওয়া যায়নি বলেই জানা যাচ্ছে। ওষুধগুলোকে বাজেয়াপ্ত করে সংশ্লিষ্ট রাজ্যের ড্রাফ কন্ট্রোল কে জানানো হচ্ছে যে আদৌ সঠিক ওষুধ কিনা। উত্তরপ্রদেশের আগ্রা থেকে এই ওষুধ কেনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ড্রাগ কন্ট্রোল জানতে পেরেছে। উত্তরপ্রদেশের ড্রাগ কন্ট্রোল কে এই বিষয়ে তথ্য জানতে চাওয়া হয়েছে।

advertisement

আরও পড়ুন- IMD Heatwave Alert: মার্চেই ৪০ ডিগ্রি ছুঁল পারদ,দিল্লির পর ৩-৪ রাজ্যে গরমের warning, জারি হিটওয়েভ অ্যালার্ট, থাকুন সাবধান

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এর আগে মেহতা বিল্ডিং থেকে যে ওষুধ রাজ্য ড্রাগ কন্ট্রোল বাজেয়াপ্ত করেছিল, সেই ওষুধ কেনা হয়েছিল কেষ্টপুর ঘোষপাড়া মন্ডলপাড়া লাখ ফার্মাসিউটিকালস নামের একটি হোলসেল ডিস্ট্রিবিউটারস থেকে। প্রায় কুড়ি লক্ষ টাকার ওষুধ সিজ করা হচ্ছে। পাঁচটি ভায়ালও বাজেয়াপ্ত হয়। নামী একটি সংস্থার তৈরি ওই দামি ইনজেকশন বড়সড় কোনও আঘাতে, রক্তক্ষরণ বন্ধে, পুড়ে যাওয়ার ক্ষত সারাতে এবং বড়সড় কোনও অস্ত্রোপচারের ক্ষেত্রে ব্যবহার করা হয়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Fake Medicine: ফের শহরের বুকে জাল ওষুধের কারবার... একাধিক ওষুধ বাজেয়াপ্ত করল ড্রাগ কন্ট্রোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল