TRENDING:

Fake IAS Case: ভুয়ো IAS পরিচয়ে দেহরক্ষী নিয়েছিল দেবাঞ্জন, ওয়ার্ক অর্ডারে ছিল KMC লোগো ও হলোগ্রাম

Last Updated:

জেরায় দেবাঞ্জন (Debanjan Deb) জানিয়েছে, বেলিয়াঘাটাতে সিক্যুরিটি প্রোভাইডার কোম্পানিকেও ভুয়ো আইএএসের পরিচয় দিয়ে নিরাপত্তা রক্ষী নিয়েছিল সে | মাসে ৩৪ হাজার বেতন দিত ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ARPITA HAZRA
advertisement

#কলকাতা: ভ্যাকসিনকাণ্ডে ধৃত দেবাঞ্জনের কুকীর্তির জাল বহুদূর বিস্তৃত | জেরায় দেবাঞ্জন (Debanjan Deb) জানিয়েছে, বেলিয়াঘাটাতে সিক্যুরিটি  প্রোভাইডার  কোম্পানিকেও  ভুয়ো আইএএসের পরিচয় দিয়ে নিরাপত্তা  রক্ষী বা দেহরক্ষী নিয়েছিল সে | ২০২১ সালের জানুয়ারি মাসে একটি  পোর্টাল অনলাইনের মাধ্যমে দেহরক্ষীর জন্য অ্যাড  দেওয়া হয়েছিল | এরপর ওই  নিরাপত্তা  প্রোভাইডার  কোম্পানি  যোগাযোগ  করে দেবাঞ্জনের সঙ্গে | ওই কোম্পানির সিনিয়র ম্যানেজার দেবব্রত মৈত্র  জানান, যখন দেবাঞ্জনের সঙ্গে তিনি  কসবা অফিসে দেখা করতে যান, তাঁর আগে অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট  করে যেতে হয়েছিল |  অফিসের বাইরে দাঁড়িয়ে থাকতো নীল বাতির গাড়ি |  মোবাইল ফোন বাইরে জমা দিয়ে ভিতরে ঢুকতে হত | মাত্র তিন দিনে  ভুয়ো নথি দিয়ে পাইয়ে দিয়েছিল টেন্ডার  | যেখানে ওয়ার্ক  অর্ডারে KMC লোগো, হলোগ্রাম ছিল | দেহরক্ষীর  জন্য তিন মাসের চুক্তির ভুয়ো টেন্ডার  পাইয়ে দেয় | এমনকি  wbfincorp  থেকে  টাকা দিত প্রতি মাসে |"

advertisement

৩৪ হাজার টাকা দিত মাসে ওই দেহরক্ষীর জন্য যা জিএসটি নিয়ে প্রায়  ৪০  হাজার | তবে তিন মাসের জন্য বললেও মাস দুই পর টারমিনেশন  করে দেয় দেবাঞ্জন  |  কারণ, অজুহাত দেয় পুরোনো দেহরক্ষী ফিরে এসেছে |  ওই কোম্পানির আধিকারিকদের দাবি , চলতি বছরের ৬ জানুয়ারি  থেকে ৭ মার্চ পর্যন্ত  দেহরক্ষী  রেখেছিল দেবাঞ্জন  | ৩ মাসের চুক্তি হলেও  ২ মাস পরই বলে দেয় আর লাগবে না | ওই  কোম্পানির আধিকারিকদের দাবি দেবাঞ্জন  বলেছিল, " তিনি আইএএস  অফিসার তিনি সরকার  থেকে দেহরক্ষী  পান | তাঁর দেহরক্ষী  প্রয়োজন  |" ওই কোম্পানির অধিকারিকরা ভাবেন সরকারি অফিসারদের সঙ্গে কাজ করলে ভাল রেপুটেশন  হবে | সে কারণেই ওই কোম্পানি চুক্তিতে রাজি হয় |  ভুয়ো KMC লোগো দিয়ে ওয়ার্ক অর্ডার দেওয়া হয় ওই কোম্পানিকে | কোম্পানি  এক আধিকারিক  জানান, দেবাঞ্জন নিজেকে ব্যাস্ত দেখাত | মিনিট পনেরোর বেশি সময় দিত না | বলতো  তাঁকে যেন সব সময় ফোন না করা হয় | কারণ  তিনি ভীষণ ব্যস্ত মানুষ |

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

এই কোম্পানি থেকেই সোনারপুরের বাসিন্দা অরবিন্দ বৈদ্য নামে  দেহরক্ষীকে বা PSO কে পাঠানো হয়েছিল দেবাঞ্জনের জন্য | লালবাজারে  জিজ্ঞাসাবাদের জন্য দরকারে সহযোগিতা করবেন বলে জানান কোম্পানিরে আধিকারিকরা | এ ভাবেই শুধু পুলিশ, নেতা-মন্ত্রী নয় সামাজিক জীবনেও সর্বত্র  আইএএস -এর পরিচয় দিত দেবাঞ্জন  |  ভুয়ো আইএএসের কুকীর্তির জাল বহুদূর বিস্তৃত  বলেই মনে করছে গোয়েন্দারা|   দেবাঞ্জনকে জেরা করে  চাঞ্চল্যকর তথ্য কলকাতা  পুলিশের সিটের আধিকারিকদের হাতে | পুলিশ  সুত্রে খবর,  হেয়ার স্ট্রিটে প্রতারণার  নতুন অভিযোগ দায়ের হল দেবাঞ্জনের বিরুদ্ধে  | অভিযোগ, এক কোটি দু লক্ষ  টাকার মাস্ক ও  স্যানিটাইজার  স্টকিস্ট-এর থেকে কিনে পেমেন্ট  করেনি দেবাঞ্জন| তাঁকে জেরায় জানা গিয়েছে, ২০২০ সালে ব্যাংক অ্যাকাউন্টে  দু কোটি  টাকার বেশি লেনদেন  হয়েছে তাঁর |  জাল নথি দিয়ে ২০ লক্ষ টাকা আইসিআইসিআই  থেকে লোন নিয়েছিল সে |  লালবাজারে  ১২ জনকে আজ মোট জিজ্ঞাসাবাদ করা হয়েছে | এদের মধ্যে কিছু  দেবাঞ্জনের কর্মী ও প্রাক্তন কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে | তাঁরা জানায়, চাকরি দেওয়ার নাম করে টাকা নেয় দেবাঞ্জন | এরপর এদেরকে নিজের কোম্পানিতে কর্মী বানিয়ে নেয় বলেই জিজ্ঞাসাবাদে  জানা গিয়েছে  |

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Fake IAS Case: ভুয়ো IAS পরিচয়ে দেহরক্ষী নিয়েছিল দেবাঞ্জন, ওয়ার্ক অর্ডারে ছিল KMC লোগো ও হলোগ্রাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল