ফের একবার ভুয়ো ডাক্তারের হদিস। এবার রাজ্যের অন্যতম প্রাচীন এবং প্রতিষ্ঠিত মেডিক্যাল কলেজ হাসপাতাল- কলকাতা মেডিক্যাল কলেজ থেকে গ্রেফতার ভুয়ো চিকিৎসক। কিন্তু, কীভাবে মেডিক্যাল কলেজের মত প্রতিষ্ঠানে চিকিৎসক সেজে দাপিয়ে বেড়াচ্ছিল এই যুবক? মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত একজন স্বাস্থ্যকর্মী জানান যে মঙ্গলবার দুপুরে দেখা যায় মেডিক্যালের এমার্জেন্সি বিভাগে সাদা অ্যাপ্রন পরে চিকিত্সকের চেয়ারে বসে আছেন এক যুবক। তাকে দেখে বিশেষ চেনা মনে হচ্ছে না! সেখানে চিকিৎসকের চেয়ারে বসেই বিভিন্ন নির্দেশ দিচ্ছেন চিকিৎসা করাতে আসা রোগীর পরিবারদের৷ রোগীর আত্মীয়দের নানা রকমের পরামর্শও দিচ্ছিল সে। যুবকের এই সমস্ত কাণ্ড কারখানা দেখেই আরও সন্দেহ হয় আপৎকালীন বিভাগে কর্মরত স্বাস্থ্যকর্মীর।
advertisement
তিনি অন্যান্য কর্মীদেরও বিষয়টি জানান। এরপর তাঁরা পুলিশ ফাঁড়িতে খবর দেন। প্রথমে পুলিশ শেখ সানোয়ার হোসেন নামে হাওড়া জেলার আমতার বাসিন্দা বছর পঁচিশের ওই যুবককে আটক করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বউবাজার থানায় অভিযোগ দায়ের করলে, থানার আধিকারিকরা খতিয়ে দেখেন কলকাতা মেডিক্যাল কলেজের এমার্জেন্সি বিভাগের সিসি ক্যামেরার ফুটেজ। তারপরই বৌবাজার থানার পুলিশ গ্রেফতার করে সানোয়ার হোসেন নামের ওই যুবককে।
আরও পড়ুন - Weather Update: মেঘলা আকাশেও নেই স্বস্তির আশ্বাস, বেলা বাড়তেই লাফিয়ে বাড়বে তাপমাত্রা, উত্তরে প্রবল বৃষ্টি
মেডিক্যাল কলেজের ডাক্তার পরিচয় দিয়ে কেনো হাসপাতাল চত্বরে ঘুরে বেড়াতেন সানোয়ার হোসেন নামে অভিযুক্ত ওই যুবক৷ হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী, হঠাৎ হঠাৎ-ই মেডিক্যাল কলেজ হাসপাতালে উদয় হতেন অভিযুক্ত ওই যুবক। অভিযোগ, কখনও রোগীর পরিজনদের কম দামে ওষুধ দেওয়ার আশ্বাস দিতেন। কখনও আবার কম পয়সায় বিভিন্ন পরীক্ষা করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা আদায় করতেন রোগীর পরিজনের থেকে। পুলিশ সূত্রের খবর অভিযুক্ত যুবক শুধু কলকাতা মেডিক্যাল কলেজই নয়, শহরের অন্যান্য বেশ কয়েকটি মেডিক্যাল কলেজে একই কাণ্ড ঘটাতেন। পুরো বিষয়ে আরও তদন্ত করে দেখছে পুলিশ।
Onkar Sarkar