‘বেফিক্রে’ না ধরলে এখনও পর্যন্ত মাত্র একটাই ছবি করেছেন বাণী কাপুর ৷ ২০১৩ সালে মণীশ শর্মার ‘শুদ্ধ দেশি রোম্যান্স’ ছবি দিয়েই তাঁর বলিউডে পা রাখা ৷ কিন্তু সিনেমায় ডেবিউ-র পর তিন বছর কেটে গিয়েছে ৷ কোনও ছবিতে এর মধ্যে দেখা যায়নি এই বাণীকে ৷ প্রথম ছবিতে নজর কাড়লেও দীর্ঘ দিন পর তাঁর আরও একটি ছবি রিলিজ করতে চলেছে আগামী শুক্রবারই ৷ কিন্তু সেই ছবির ট্রেলার বা গানের ভিডিওতে সবচেয়ে বেশি চর্চায় ছবির একাধিক চুমু দৃশ্য ছাড়াও বাণীর মুখ ৷ প্রায় চেনাই যাচ্ছে না তাঁকে ৷ তিনি দেখতে আরও ভাল হয়েছেন, না খারাপ ৷ তা নিয়ে চর্চা তো রয়েছেই ৷ কিন্তু সবাই যখন ধরেই নিয়েছেন যে বাণী ফেস সার্জারি করিয়েছেন তখন নায়িকা স্পষ্ট জানালেন, ‘‘ আমার এত টাকাই নেই যে সার্জারি করাব।’’ তাঁর কথায়, ‘‘আমি আগের চেয়ে অনেক ওজন কমিয়েছি। ‘বেফিকরে’র চরিত্র অনুযায়ী চেহারা তৈরি করতে হয়েছিল। আর রোগা হলে যে কোনও মানুষের মুখ বদলে যায়। মোটে একটা ছবি করেছি আমি। তাতে এই ধরনের সার্জারির টাকা জোগাড় করা সম্ভব নয়।’’
advertisement