TRENDING:

মুখ্যমন্ত্রীর তৈরি আদিবাসী উন্নয়ন কমিটির চেয়ারম্যান হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা আদিবাসী উন্নয়ন কমিটির মাথায় বহিষ্কৃত সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রীর এহেন সিদ্ধান্ত নিঃসন্দেহে রাজ্য রাজনৈতিক মহলে বড়সড় চমক ৷
advertisement

আদিবাসীদের সঙ্গে নিয়েই আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন। তাদের প্রয়োজন ও চাহিদা বুঝেই তৈরি হবে রূপরেখা। আদিবাসী জনগোষ্ঠীর উন্নয়নে নতুন দিশা দিতে নয়া কমিটি গড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সরকারি এই কোর কমিটির আহ্বায়ক হিসেবে ঘোষিত হল বহিষ্কৃত সিপিএম নেতা-সাংসদ ঋতব্রতর নাম ৷ কীভাবে কাজ করবে কমিটি, তাও নির্দিষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী ৷

advertisement

প্রতি জেলা থেকে দু’জন প্রতিনিধিকে নিয়ে কাজ করবে কমিটি ৷ নিজেদের মধ্যে হোয়াটস অ্যাপ গ্রুপে থাকবে যোগাযোগ ৷ এই গ্রুপে থাকবেন রাজ্য পুলিশের কর্তারাও ৷ পুলিশের কমিউনিটি ডেভেলপমেন্ট কর্মসূচির আওতায় চলবে কাজ ৷ আদিবাসী মানুষের সমস্যা খতিয়ে দেখে ব্যবস্থা নেবে কমিটি ৷ এছাড়া সামাজিক প্রকল্পের তদারকি ও অভিযোগ নিষ্পত্তিতেও ব্যবস্থা নেওয়ার অধিকার থাকবে কমিটির ৷

advertisement

আরও পড়ুন 

২৮৮ ঘণ্টারও বেশি সময় পার, থাইল্যান্ডে গুহায় আটক ফুটবলারদের উদ্ধারকাজে মৃত প্রাক্তন নৌসেনা অফিসার

দলবিরোধী কাজ ও উৎশৃঙ্খল জীবনযাপনের জন্য ২০১৭ সালের সেপ্টেম্বরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দল থেকে বহিষ্কার করে সিপিএম ৷ তারপর থেকেই রাজ্যসভার নির্দস সাংসদ হিসেবে থেকেছেন ঋতব্রত ৷ কখনও শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠতা আবার কখনও বিজেপিতে যোগদানের পর মুকুল রায়ের সঙ্গে চায়ে পে চর্চা ৷ বারবারই ঋতব্রত রাজনৈতিক ভবিষ্যত নিয়ে প্রশ্ন তুলেছে এহেন ঘটনা ৷ এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত ঋতব্রতর তৃণমূলমুখী হওয়ার জল্পনা আরও উসকে দিল ৷

advertisement

আরও পড়ুন 

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সংযুক্ত আরব আমিরশাহীর চাকরি ছাড়তেই কেরলের বেকার যুবকের ভাগ্যে জুটল ১৩ কোটি টাকা!

বাংলা খবর/ খবর/কলকাতা/
মুখ্যমন্ত্রীর তৈরি আদিবাসী উন্নয়ন কমিটির চেয়ারম্যান হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়